Ferate Parini Song Lyrics | ফেরাতে পারিনি | Runa Laila | Kabir Bakul | Niloy | Nadia | Bangla New Song 2019 . Ferate Parini Song Lyrics: ফে রাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায়, ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। যে যাবার সে চলে যাবে ফেরাবো তাকে কিভাবে? যে যাবার সে চলে যাবে ফেরাবো তাকে কিভাবে? সে কথা ভেবে একাকী শ্রাবণে দুচোখ ভাষাই, ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। বলো না কি ভুল হয়েছে? তবু মন সবই সয়েছে। বলো না কি ভুল হয়েছে? তবু মন সবই সয়েছে। ফেরারি স্মৃতিরা এসে প্রতিদিন কাঁদায় হাসায়। ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। Ferate Parini Song Credits: Song: Ferate Parini ( ফেরাতে পারিনি ) Singer: Runa Laila Lyric: Kabir Bakul Tune: Runa Laila Music: R...