সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Pranjal Biswas লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Taka Lage Lyrics | টাকা লাগে লিরিক্স | Pranjal Biswas | Kacher Manush

এই লোকসংগীত-প্রভাবিত মৌলিক সংগীত "টাকা লাগে" গানটি আমাদের প্রতিদিনের বাস্তবতার একটি দর্পণ। কটাক্ষের শুরে সংগ্রামের কথা বলতে গিয়ে, এই গানটি সুর করেছেন এবং লিখেছেন নিলয়ন চ্যাটার্জি এবং গেয়েছেন দেশের বর্তমান শিশু আইকন প্রাঞ্জল বিশ্বাস। Taka Lage Lyrics  টাকা লাগে ক্রেডিট: গানঃ টাকা লাগে সঙ্গীত, সুর ও কথাঃ নীলয়ন চ্যাটার্জি গায়কঃ প্রাঞ্জল বিশ্বাস সঙ্গীত আয়োজন ও প্রযোজনাঃ সৌম্যদীপ শুভদীপ সঙ্গীত: অতিরিক্ত বাজনা: অগ্নিত্রয় চক্রবর্তী মুখের বাদ্যকার : শুভদীপ পান গিটার ও দোতারা: চয়ন চক্রবর্তী অতিরিক্ত গিটার: শুভদীপ পান দোতারা: প্রাঞ্জল বিশ্বাস বেসস : দেবর্ষি দাস কীবোর্ড: সৌম্যদীপ বসাক মিশ্র এবং আয়ত্ত করেছেন: শুভদীপ প্যান স্কাইস্ক্র্যাপার স্টুডিওতে ভোকাল রেকর্ড করা হয়েছে গিটার রেকর্ড করা হয়েছে  অলোক চৌধুরীর কলকাতা ভিডিও স্টুডিওতে  Taka Lage Lyrics: Lyrics In Bengali Lyrics In English Taka Lage Lyrics In Bengali গাড়ি গড়াতে যেমন চাকা লাগে গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, চাকা লাগে, কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে কলি যুগে বাঁচতে গেলে...