Kichudin Mone Mone Song Lyrics: কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে শ্যামের পিরিত রাখ গোপনে কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে-মাঠে ইশারায় কইবি কথা গোঠে-মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিত রাখ গোপনে শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের পানে শ্যামকে যখন পড়বে ......... মনে ও তুই চাইবি কালো মেঘের পানে আর রান্নাশালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে কিছুদিন মনে মনে শ্যাম শায়রে নাইতে যাবি গায়ের বসন ভিজবে কেনে শ্যাম শায়রে নাইতে যাবি গায়ের বসন ভিজবে কেনে শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে বলি গায়ের বসন ভিজবে কেনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিত রাখ গোপনে Kichudin Mone Mone Song Lyrics English: Kichudin mone mone Kichudin mone mone ghorer kone Kichudin mone mone Shemer pirit rakh gopone Kichudin mone mone Ishrai koibi kotha gothe-mathe Ishrai ko...