সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

benefits of eating curry leaves লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কারি পাতা খাওয়ার ১০টি সুবিধা | 10 benefits of eating curry leaves

|| কারি পাতা খাওয়ার দশটি সুবিধা ||         ডাল, সবজির স্বাদ বাড়ানোর জন্য কারি পাতার ব্যবহার অনেক আগে থেকেই ভারতে প্রচলিত হয়ে আসছে। এর ৪-৫ টা পাতা খাবারের স্বাদ বাড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এর মধ্যে অনেক ঔষুধী গুন আছে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত লাভবান। তাই এখানে কারিপাতা ব্যবহারের ১০টি সুবিধার কথা বলা হয়েছে, যা আপনাকে সুস্থ রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারিপাতার ব্যবহার :- ঘা হলে বা কোথাও পুড়ে গেলে কারি পাতা ব্যবহার করা যায়। এটা ব্যবহার করলে ঘা বা পোড়া তাড়াতাড়ি সেরে যায়। নারকেল তেলের মধ্যে কারি পাতা দিয়ে গরম করুন, যতক্ষণ না সেটা কালো হয়ে যাবে। তারপর সেটা চুলের গোড়ায় ভালোভাবে মেখে নিন এতে চুল মোলায়েম এবং উজ্জ্বল হবে। ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণ করার জন্য প্রতিদিন সকালে নিয়মিত দশটা কারিপাতা অবশ্যই খান। তিন মাস পর্যন্ত আপনি যদি এইভাবে খেতে থাকেন তাহলে সুগারের ক্ষেত্রে অনেক লাভ হবে। আপনি যদি আপনার বাড়তি ওজন নিয়ে চিন্তিত থাকেন এবং কোন উপায় পাচ্ছেন না। তাহলে রোজ কিছু কারিপাতা খাওয়া শুরু করে দিন। ডায়রিয়া,...