Ashkara Song Lyrics - Buro Sadhu | Vik | Ritwick, Ishaa, Chiranjeet, Mishmee | Pranjal | Timir Biswas | Bumpai
Ashkara Song Lyrics - Buro Sadhu | Vik | Ritwick, Ishaa, Chiranjeet, Mishmee | Pranjal | Timir Biswas | Bumpai Ashkara Song Lyrics - Buro Sadhu: ও পিছলায় আকাশ শুকনা মাটি শেওলা বোনে কেমনে হাটি শরীর বোঝে শীতল পাটি আমার মাথায় অচিন পাখি কিছু নষ্ট বিকেলে দিক ভ্রষ্ট হয়েযায় পাখিরা একটি বিশেষ বৃক্ষতেন একলা পরেযায় বাকিরা ভিজতে গিয়ে মাঝ রাতে শুকিয়ে যাচ্ছে দেহটা আলোর মধ্যে আপনজন তবু প্রশ্নজাগে কি ওটা গ্রীষ্মকালে তুষারপাত এ কি কান্ড হচ্ছে বলদেখি দাড়ি পাল্লা ও বুজঝেনা কে যে হালকা কারওজন বেশি আমি বুঝি আমাকে বৃষ্টিরদাগ লেগে জামাতে ছুটতেগিযে হোঁচট খাই তবু মন চাইছে না থামাতে ওওও..................... তোমারি আস্কারায় মাছের আঁশছাড়াই নতুন বেকরণে তুমি নতুন করে ক্ষমতায় দুপাশে লাইট জলে দুপা আজ কাল টলে দাঁড়িয়ে মাঝখানে তুমি ভাবো তুমি কার তবু ভাবজী প্রেক্ষাপট বিষ যন্ত্র মিসছে ফল বেরিয়ে যাবার পর পবা বসতে হচ্ছে পরীক্ষায় তোমার মতো আমিও তাই সাবধানে পা নামিও বৃষ্টি পাতের সূত্রপাত কোথায় তা ভেবে জানিও ওওও.................. বৃক্ষে আলোর কে কার বাড়ি হাওয়ায় ভাষা বেতার গাড়ি মেঘের ন...