|| আয়ুর্বেদিক উপায়ে কিডনি স্টোন থেকে মুক্তি || আমাদের ভারতবর্ষে অধিকাংশ মানুষই বাড়ির বাইরে খাবার খায়, আর এই অনিয়মে খাবার খাওয়ার জন্য শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা যায়। আর এই খাবারে এমনই কিছু কিছু জিনিস থাকে যা আমাদের শরীরকে আস্তে আস্তে ক্ষতি করতে থাকে। আজকাল যে রোগটা বেশি দেখা যায় সেটা হল কিডনিতে পাথর। কিডনি এবং পিত্তথলিতে পাথরের সমস্যা আজ লক্ষাধিক মানুষের হয়ে থাকে, যার ফলে তারা যন্ত্রণাদায়ক ব্যাথার সম্মুখীন হয়। তাই অনেকেই জানিয়েছে আয়ুর্বেদিক উপাইয়ে এর সমাধান কি আছে। আজকে এখানে জানাবো কিডনির পাথর কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদিক মাধ্যমে বের করা সম্ভব। কিন্তু যদি পিত্তথলিতে পাথর হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কারণ এখানে যেটা বলছি সেটা শুধুমাত্র কিডনির পাথরের ব্যাপারে। বরুণ গাছের ছালের রস কিডনির পাথর আস্তে আস্তে বের করে দেয়। এই রস বানানোর জন্য বরুণ গাছের ছাল, গোখরু, কুথলের ডাল এবং পাষাণভেদ এগুলো মিশিয়ে সকালে এবং সন্ধ্যা বেলা নিয়মি...