সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

CPIM লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Halla Gari Song Lyrics | Modi Modi Re Modi

Halla Gari Song Lyrics | Modi Modi Re Modi | Part 1 Halla Gari Song Lyrics: আ............ আ............ আ............ ছাপ্পান্ন ইঞ্চি সাদা চাপদাঁড়ি  হাওয়াই চটি নীলসাদা শাড়ি  এরা চা - পাকোড়ার ব্যাপারী । যাতের নামে ভাতের ক্ষিদে  রক্ত ঝরছে রামের পিঠে  দেশজুড়ে চলছে শাসন নিন্দারই । ও মোটা ভাই চেঁচা যতোই  তোদের সবকিছুতেই নাটুরাম  আজও আমার বুকটা চিরেযায়  রক্ত স্রোতে বীর ক্ষুদিরাম । ১২৩ মোদি মোদি রে মোদি মোদি লড়কে লেঙ্গে জিতকে  লেঙ্গে হাককি আজাদী  ও দিদি দি-দি রে দিদি দি-দি খুলে দেব চামড়া তোমার  সইবো না এ বজ্জাতি  আ............ আ............ আ............ ফ্যাসিবাদী গেরুয়া সূর্যে দেশটা ঢেকেছে  G D P লেসদেন ফাইভ-ও কি রামমন্দির হয়েছে । ফ্যাসিবাদী গেরুয়া সূর্যে দেশটা ঢেকেছে  G D P লেসদেন ফাইভ-ও কি রামমন্দির হয়েছে । যাদের ভোটে তুমি গদি পেয়ে বহিরাগত বলছো  এই দেশটা আমার দেখাবো না কোনো কাগজপত্র । যাদের ভোটে তুমি গদি পেয়ে বহিরাগত বলছো  এই দেশটা আমার দেখাবো না কোনো কাগজপত্র । ও মোটা ভাই চেঁচা যতোই  তোদের সবকিছুতেই নাটু...