সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Dipangshu Acharya লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

O JIBON TOMAR SATHE SONG LYRICS | MUKHERJEE DAR BOU

O JIBON TOMAR SATHE SONG LYRICS ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , আজ ইচ্ছে মতো ভেসে , ডানা মিলবো আকাশে। দালানে সোনারকাঠি , এ মায়ার চড়ুইভাতি , ধরো হাত একটু হাঁটি ছুটির ঠিকানায়। আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায় , পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়। মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায় , মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়। বরণের পেয়ালাতে চুমুক , দেবো আজ দুজনে , খুঁজে নেবো মগেরমুলুক , সিলেবাসে যা নেই। আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙ্গে যায় , পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়। মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , আজ ইচ্ছে মতো ভেসে , এই সব পেয়েছির দেশে। এই সব পেয়েছির দেশে , [English] O jibon tomar sathe katabo rupkothate, O jibon tomar sathe katabo rupkothate, Aaj icchey moto veshe, Ei shob peyechir deshe, Dana milbo akashe. Dalane sonarkathi, e mayar choruibhati, Dhoro haat ektu haati chutir thikanay. Aaj shob proshner choukath venge jaay Poth ghat shopner t...

KOBE ASHBE LYRICS | MUKHERJEE DAR BOU

KOBE ASHBE  FULL SONG LYRICS: কবে আসবে পাশে , কবে বাসবে ভালো। আমি নীলচে ঝিলে নিরালায় , দুচোখে নেভানো জানলায়। এই আলগা বুকের ভেতর , শুধু ঝরছে আদর , আদর। কে যে ডাকছে আমার কিনারায় , এভাবে ডেকোনা ইশারায়। দূরে আকাশ পরীর , জ্বরে পুড়লো শরীর। সে তো তারায় জাগে তারও একা লাগে। মেঘে মেঘে অগোছালো। কবে আসবে পাশে , কবে বাসবে ভালো। আমি নীলচে ঝিলে নিরালায় , দুচোখে নেভানো জানলায়। কাটে দিন বাঁধা গতে , সাহসী বারাত হাঁটে সারারাত পথে পথে। হাসে চাঁদ চেনা ঠোঁটে , ছায়ার হরিণ , ভারী অমলিন কেঁপে ওঠে। দূরে আকাশ পরীর , জ্বরে পুড়লো শরীর। সে তো তারায় জাগে তারও একা লাগে। মেঘে মেঘে অগোছালো। কবে বসবে পাশে , কবে বাসবে ভালো। আমি নীলচে ঝিলে নিরালায় , দুচোখে নেভানো জানলায়। [KOBE ASHBE LYRICS in English] Kobe Ashbe Pashe, Kobe basbe valo ... Ami nilche jhiley niralay, Duchokhe nebhano janalay ... Ei aalga buker bhetor, Shudhu jhorche aador, aador ... Ke je dakche amar kinaray, Ebhabe dekona isharay ... Durey akash porir, Jwore purlo shorir ... Se to...

Kichchu Chaini Aami Song Lyrics | Shah Jahan Regency

Kichchu Chaini Aami Song Lyrics | Shah Jahan Regency | Anirban Bhattacharya | Prasen | Dipangshu | Srijit | SVF Kichchu Chaini Aami Song Lyrics: কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বার বার মরে যায় যারা না না, কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া. আমিও তাদেরই দলে- বার বার মরে যায় যারা সময়ের ঘষা লেগে শিলা লিপি যায় ক্ষয়ে ক্ষয়ে আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে সময়ের ঘষা লেগে শিলা লিপি যায় ক্ষয়ে ক্ষয়ে আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া. বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গাছি মরে বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গাছি মরে   আবার এসেছি ফিরে নেভা নেতা ছায়া পথ ধরে খুজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে. রাজ্ কুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে না না, কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া. আমিও তাদেরই দলে- বার বার মরে যায় যারা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বার বার মরে যায় যারা। Kichchu Chaini Aami Song Lyrics ...

Tui Chunli Jakhan Lyrics - Arijit Singh & Shreya Ghoshal

Tui Chunli Jakhan Lyrics তুই হাসলি যখন - Full Video  | Samantaral | Arijit Singh & Shreya Ghoshal | Riddhi S & Surangana B Tui Chunli Jakhan Lyrics: তুই হাসলি যখন, তোরই হলো এ মন , তুই ছুঁলি যখন, তোরই হলো এ মন । দুচোখে আঁকছে শীত , বাহারি ডাক টিকিট। দুচোখে আঁকলো শীত , বাহারি ডাককিট । আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন , তুই ছুঁলি যখন, তোরই হলো এ মন । ইতি - উতি কার্নিশে , আলো ছায়া যায় মিশে, চলো না কুড়বো আবার , এলোমেলো চেনা রোদে, বসন্ত যায় যায়  যায় জুটে , ভালোবেসে জীবন কাবার ।  গুড়ো গুড়ো করিডোরে , চুপিসারে পাতা উড়ে , আজ বাতাস ও মাতাল । বেপরোয়া হাফ ছুটি , মাখাচ্ছে খুন সুটি, খুনসুটি , ভালোবাসে উথাল পাথাল । এতো কথা বলি যাকে, চিনি আমি চিনি তাকে । এতো কথা বলি যাকে, চিনি আমি চিনি তাকে । চোখে চোখে কথোপকথন , তুই ছুঁলি যখন, তোরই হলো এ মন । হুম... তুই হাসলি যখন , তোর ই হলো এ মন । দুচোখে আঁকছে শীত , বাহারি ডাক টিকিট। দুচোখে আঁকলো শীত , বাহারি ডাককিট । আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন , তুই ছুঁলি যখন, তোরই হলো এ মন । Tui Chunli Jak...