O JIBON TOMAR SATHE SONG LYRICS ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , আজ ইচ্ছে মতো ভেসে , ডানা মিলবো আকাশে। দালানে সোনারকাঠি , এ মায়ার চড়ুইভাতি , ধরো হাত একটু হাঁটি ছুটির ঠিকানায়। আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায় , পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়। মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায় , মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়। বরণের পেয়ালাতে চুমুক , দেবো আজ দুজনে , খুঁজে নেবো মগেরমুলুক , সিলেবাসে যা নেই। আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙ্গে যায় , পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়। মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে , আজ ইচ্ছে মতো ভেসে , এই সব পেয়েছির দেশে। এই সব পেয়েছির দেশে , [English] O jibon tomar sathe katabo rupkothate, O jibon tomar sathe katabo rupkothate, Aaj icchey moto veshe, Ei shob peyechir deshe, Dana milbo akashe. Dalane sonarkathi, e mayar choruibhati, Dhoro haat ektu haati chutir thikanay. Aaj shob proshner choukath venge jaay Poth ghat shopner t...