যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

KOBE ASHBE LYRICS | MUKHERJEE DAR BOU

KOBE ASHBE | FULL SONG LYRICS | MUKHERJEE DAR BOU, কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।

KOBE ASHBE  FULL SONG LYRICS:

কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।

এই আলগা বুকের ভেতর,
শুধু ঝরছে আদর, আদর।
কে যে ডাকছে আমার কিনারায়,
এভাবে ডেকোনা ইশারায়।

দূরে আকাশ পরীর,
জ্বরে পুড়লো শরীর।
সে তো তারায় জাগে
তারও একা লাগে।
মেঘে মেঘে অগোছালো।

কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।

কাটে দিন বাঁধা গতে,
সাহসী বারাত হাঁটে সারারাত পথে পথে।
হাসে চাঁদ চেনা ঠোঁটে,
ছায়ার হরিণ, ভারী অমলিন কেঁপে ওঠে।

দূরে আকাশ পরীর,
জ্বরে পুড়লো শরীর।
সে তো তারায় জাগে
তারও একা লাগে।
মেঘে মেঘে অগোছালো।

কবে বসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।

[KOBE ASHBE LYRICS in English]

Kobe Ashbe Pashe, Kobe basbe valo ...
Ami nilche jhiley niralay,
Duchokhe nebhano janalay ...

Ei aalga buker bhetor,
Shudhu jhorche aador, aador ...
Ke je dakche amar kinaray,
Ebhabe dekona isharay ...

Durey akash porir,
Jwore purlo shorir ...
Se toh taray jage
Taro eka laage ...
Meghe meghe ogochalo ...

Kobe Ashbe Pashe, Kobe basbe valo ...
Ami nilche jhiley niralay,
Duchokhe nebhano janalay ...

Kaate din bandha gotey,
Sahoshi barat haate sara raat pothe pothe ...
Haase chand jeno thote,
Chayar horin bhari omolin kepe othey ...

Dure akash porir,
Jore porlo sorir ...
Seto taray jage
Tarao aka lage ...
Meghe agochalo ...

Kobe bosbe pase,  kobe basbe valo ...
Ami nilche jhile  niralay,
Duchokhe nevano janlay ...

KOBE ASHBE LYRICS CREDITS:


  • Song- Kobe Ashbe
  • Music Director- Indraadip Das Gupta
  • Singer- Ishan Mitra
  • Lyric- Dipangshu Acharya
  • Guitar design - Subhomoy Chowdhury
  • Music programming- Amit- Ishan
  • Mixing And mastering- Amit Chatterjee@IDP Studio


Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
×