Dilona Dilona Song Lyrics | দিলনা দিলনা | Folk Heaven | Folk Studio Bangla New Song দি লোনা দিলোনা, নিলো মন দিলোনা। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।(2) আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো ।(২) হয় না যে তার তুলনা । এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না। দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না। চুল কালো আঁখি কালো...কাজল কালো আরো... কাজলের চেয়ে কালোকি আছে বলো। চুল কালো আঁখি কালো...কাজল কালো আরো... কাজলের চেয়ে কালোকি আছে বলো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো।(২) হয়না যে তার তুলনা। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না। বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল... কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল।(২) আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা, কাশফুলের চেয়েও সাদা............(2) আমার ভাগ্যে হলো না। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। (4) [Other Version] বৃক্ষ সবুজ ,তৃন সবুজ, সবুজ টিয়া পাখি।(২) টিয়া পাখির চেয়ে সবুজ...