সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Rakiba Oyshe লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Tomar Ar Somoy Mele Na Lyrics | Rakiba Oyshe

Tomar Ar Somoy Mele Na Lyrics | Rakiba Oyshe , Lutfor Hasan , Agniveena, Bangla New Song 2020, বাংলা গান ২০২০ তোমার আর সময় মেলে না আমাকে দেখার। তোমার আর সুযোগ মেলে না আমাকে দেখার। তাবু আমি বসেরই একাএকা কথাকোই নেই না খবর আর হাতের রেখায়। তোমার আর সময় মেলে না আমাকে দেখার। কবে কোন কৌশলে তুমি যে এসেছিলে বুঝিনি বুঝিনি নিয়েছো সব হেসে খেলে। কবে কোন কৌশলে তুমি যে এসেছিলে বুঝিনি বুঝিনি নিয়েছো সব হেসে খেলে। তাবু আমি বসেরই একাএকা কথাকই নেই না খবর আর হাতের রেখায়। তোমার আর সময় মেলে না আমাকে দেখার। এত দিন পরে এসে বোধয় জোয়ারে ভেসে বুঝেছি বুঝেছি সব ছিল একপেশে। এত দিন পরে এসে বোধয় জোয়ারে ভেসে বুঝেছি বুঝেছি সব ছিল একপেশে। তাবু আমি বসেরই একাএকা কথাকই নেই না খবর আর হাতের রেখায়। তোমার আর সময় মেলে না আমাকে দেখার। তোমার আর সুযোগ মেলে না আমাকে দেখার। Song: Tomar Ar Somoy Mele Na Singer: Rakiba Oyshe Lyric & Tune: Lutfor Hasan Music: John Co-ordinated by: Isha Khan Duray Assistant Director: Morsalin Alif Xion Edit, Color& Directed by Mohammad Rasel Abir L...