|| আয়ুর্বেদিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ব্রণ থেকে মুক্তি || Ayurvedic way to get rid of acne at home এখনকার দিনে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সবচেয়ে বড় সমস্যা হল ব্রণ। যাকেই দেখা যায় সেই ব্রণ-এর সমস্যা নিয়ে চিন্তিত থাকে। ব্রণ কমানোর জন্য দোকানে অনেক জিনিস পাওয়া যায়। কিন্তু তার মধ্যে দেখা যাই অর্ধেকের বেশি কোন কাজ হয় না কিংবা অনেক দামীহয়। যদিও দামটা মূল কারণ না, কারণটা হলো আজকের দিনে বিভিন্ন রকমের বিজ্ঞাপন বানিয়ে তাতে লোককে ব্রণ কমানোর প্রতিশ্রুতি তো দেয়, কিন্তু সেটা শুধু বিজ্ঞাপনেই। বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবে সেটা হয় না। যদি আপনি অনেক কিছু মাখার পরেও না কমে, তাহলে কিছু পরামর্শ দেব যেটা প্রয়োগ করলে সম্পূর্ণ ব্রণ থেকে মুক্তি পাবেন। আর যে পরামর্শগুলো দেব সেগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়ে এবং আপনি সহজেই ঘরে বসে ব্যবহার করতে পারবেন। মুসুর ডাল কে দুধের সাথে মিশিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। এবার এটাকে মুখে লাগাতে হবে। প্রায় পাঁচ মিনিট এভাবে রাখতে হবে অথবা কোন কাজও করতে পারেন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়...