Tumi Ele Song Is Sung by Asif Akbar And Mowtushi Bengali Song. Music Composed by Sourav Babai Chakraborty And Tumi Ele E Haway Lyrics In Bengali Written by Rajiv Dutta. Tumi Ele Song Credits: Song: Tumi Ele Singer: Asif Akbar & Mowtushi Lyrics: Rajiv Dutta Tune: Partha Pratim Acharjee Music: Sourav Babai Chakraborty Direction: Yamin Elan Video Making: E - Music Editing: Shuvro Label: Dhruba Music Station Tumi Ele Song Lyrics: তুমি এলে এ হাওয়ায় আলো নামে দু'ডানায় ভালো লাগা বেড়ে যায়, ধীরে ধীরে এ শহরে ঝরে পড়ে কত না রঙ, কত রঙিন রূপকথা গান গেয়ে ওঠে এই অভিমান। ডুবে আছি সেই ঘোরে ভেবে তোমায় রাত ভোরে, বলি বলি করে বুকে কত কথা জমে থাকে, বলা হলো না আজও জানা হলো না আজও। তুমি মন ছুঁয়ে দাও ডেকে নাও আজ আবার, হতে দাও আজ আমায় শুধু যে তোমার, তুমি এলে এ হাওয়ায় আলো নামে দু'ডানায়, ভালো লাগা বেড়ে যায় ধীরে ধীরে এশহরে ঝরে পড়ে কত না রঙ, কত রঙিন রূপকথা গান গেয়ে ওঠে এই অভিমান। তুমি ছাড়া আনমনা দিশাহারা দিন গোনা, কেন এতো ভালোবাসি বোঝাতে পারিনা আমি, বুঝ...