Noya Bari Lyrics | Jk Majlish feat. Laila | Maimansingha Gitika | Igloo Folk Station | Rtv Music . নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, (2x) কাইন্দ না কাইন্দ না কইন্যা, কাইন্দ না কাইন্দ না কইন্যা, না কান্দিও আর !! সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম, তোমার গলার হার গো, তোমার গলার হার!! নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, (2x) নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু !!(2x) নয়া বাড়ী লাইয়া রে বাইদ্যা নয়া বাড়ী লাইয়া রে বাইদ্যা লাগাইলো কলা, সেই কলা বেচ্যা দিয়াম তোমার গলার মালা!! নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, (2x) নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সারি সারি গো আয় না সারি সারি!! (2x) হাস মারিলাম কইতর মারলাম, হাস মারিলাম কইতর মারলাম বাচ্যা মারলাম টিয়া !! ভালো করে রাইন্দো বাইঙ্গ...