Premer Phool Lyrics | প্রেমের ফুল | F A Sumon | Mamun Afrin | Bangla New Song 2020 Premer Phool Lyrics: প্রেমের ফুল প্রেমের ফুল ফুটাইয়া মনে গেলিরে দূরে চলিয়া তোর লাগি কাঁদে হৃদয় কাঁদেরে মন মুনিয়া। (২x ) ওরে প্রিয়া ওরে প্রিয়া দুচোখে শ্রাবণ ধারা ওরে প্রিয়া ওরে প্রিয়া কাঁদে এই মন মুনিয়া প্রেমের ফুল প্রেমের ফুল ফুটাইয়া মনে গেলিরে দূরে চলিয়া দিনে রাতে দুই আঁখিতে ঝরে শুধু জল তুই বিহনে যায়না থাকা কেমনে বাঁচি বল (২x ) আনচান আনচান করে পরান থাকতে তো পারিনা। ওরে প্রিয়া ওরে প্রিয়া দুচোখে শ্রাবণ ধারা ওরে প্রিয়া ওরে প্রিয়া কাঁদে এই মন মুনিয়া ঘুমঘোরে ঝুম স্বপনে লাগে শুধু ভয় এইজীবনে নেই ভরসা হারাতে যদি হয় (২x ) তুই পরাণে তুই মোহনা হারাতে কভু দেবো না ওরে প্রিয়া ওরে প্রিয়া দুচোখে শ্রাবণ ধারা ওরে প্রিয়া ওরে প্রিয়া কাঁদে এই মন মুনিয়া। Premer Phool Lyrics Credits: Song: Premer Phool (প্রেমের ফুল) Singer: F A Sumon Lyric: Mamun Afrin Tune & Music: F A Sumon Language: Bangla Label: Agniveena Premer Phool Lyrics Full Video: