Kamruzzaman Rabbi presents Abdul Alim's " Dol Dol Doloni ". This song features and is sung by Kamruzzaman Rabbi. The music is composed and lyrics are penned by Abdul Alim. Dol Dol Doloni Song Credit: Dol Dol Doloni Cover By kamruzzaman rabbi Song: Dol Dol Doloni Original Singer: Abdul Alim Cover By: Kamruzzaman Rabbi Dol Dol Doloni Song Lyrics: দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেবো হাট থেকে মান তুমি করো না, দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি এনে দেবো হাট থেকে মান তুমি করো না, নোটন নোটন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেবো মান তুমি করো না, দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেবো হাট থেকে মান তুমি করো না।। চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ, ঝুমঝুমি মল পায়েতে, গয়না সোনার গায়েতে আরো দেবো নাকের নোলক মান তুমি করো না, দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেবো হাট থেকে মান তুমি করো না।। চাঁদের সাথে নিত্যরাতে তারায় কথা কয় আপনজনা পর হইলে তাও কি প্রাণে সয়? একটু খানি হাসো না, কাছে এসে বসো না এনে দেবো...