সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Anwar Hossain Ador লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Keno Hothat Tumi Ele Song Lyrics

Keno Hothat Tumi Ele Song Lyrics কেন হঠাৎ তুমি এলে লিরিক্স  Keno Hothat Tumi Ele Song Lyrics: বড়ো অবেলায় পেলাম তোমায়, কেনো এখনই যাবে হারিয়ে? কি করে বল রবো একেলা? ফিরে দেখো আছি দাড়িয়ে, দাড়িয়ে… কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। শুনছো কি তুমি আমাকে? ছিলে আমার হয়ে পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়? এ পথচলায় তোমাকেই চাই ... শুনছো কি তুমি আমাকে? ছিলে আমার হয়ে পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়? এ পথচলায় তোমাকেই চাই ... কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। তোমাকে ভেবে পৃথিবী আমার, অদেখা তবু এঁকে যাই আমার ভেতর শুধু তুমি আরতো কিছুই পায়নি ঠাই ... তোমাকে ভেবে পৃথিবী আমার, অদেখা তবু এঁকে যাই আমার ভেতর শুধু তুমি আরতো কিছুই পায়নি ঠাই ... কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়...

Bhalo Lagar Hawa Lyrics | ভালোলাগার হাওয়া লিরিক্স | Abir Biswas | Jovan | Tanjin Tisha | Monoj | Piran Khan | Bangla New Drama 2019

Bhalo Lagar Hawa Lyrics ( ভালোলাগার হাওয়া  লিরিক্স ) Valo Lagar Hawa Lyrics ( ভালোলাগার হাওয়া  লিরিক্স ) মনের পুরোটা জুড়ে যেন তুলো মেঘের আনাগোনা, চোখের ভিতর গভীর কোনো অদেখা এ স্বপ্ন বোনা। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ হা.. কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো.. এই বুঝি কিছু হোতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ হা.. কেমন যেন ছুঁয়ে যাচ্ছে হৃদয়, এ হৃদয় এই বুঝি কিছু হতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, পরিচয়। জানলার ওপাশে চেনা ওই পৃথিবী এঁকে যায় যেভাবে মন জানে সবই, ঠিক সেভাবে মন চিনে ফেলে, রং খুঁজে পায় কথার মন হয় কবি। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ .. কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো.. এই বুঝি কিছু হোতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ .. কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো.. এই বুঝি কিছু হোতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো। Bhalo Lagar Hawa Lyrics In English: Moner purota jure jeno Tulo megher aanagona Chokher vitor gobhir kono Odekha e shopno b...