সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Tabib Mahmud লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Dipto Bedonapat Lyrics (দীপ্ত বেদনাপাত) Tabib Mahmud Rap Song

Dipto Bedonapat Lyrics by Tabib Mahmud : Dipto Bedonapat  Song Is Sung by  Tabib Mahmud  Bangla Rap Song. Song Lyrics In Bengali Written by  Tabib Mahmud. Song : Dipto Bedonapat Vocal, Music,  Lyrics &Tune : Tabib Mahmud Cinematography : Rifat Jahan Shaon Directed by : Tabib Mahmud Dipto Bedonapat Song Lyrics In Bengali : তোমাকে দেখেছি স্বপ্নের জাল বুনে এক কাপ চা হাতে উড়ছে ধোঁয়া, বর্ষার ঝুম ঝুম বৃষ্টির শেষে ছিলো হৃদয় কাপানো এক হিমেল হাওয়া। রঙধনু কালো চুল, কান খোলা ভেবছো কি আমি কবি মনভুলা? তোমার দু'চোখে ছিলো বৈশাখি ঝর দেখা হলো ঠিক তবে বহুদিন পর। চোখে চোখ পড়ে গেলে লজ্জায় ফিরে যাই জয়ী হতে এসে কেনো বারবার হেরে যাই, খাদহিন অভিমান বিলি করে দিতে চাই খানিকটা কাছে এসে অনেকটা দূরে যাই। এক কাপ চা শেষে দুই কাপ শুরু হয় স্বপ্নের মায়াজাল এইভাবে বুনা হয়, কিছুটা সময় তাই লজ্জাকে ভুলে যাই আমি ওই দেহে নয় ভাবনায় ছুঁয়ে যাই। একলা থাকার অভ্যাস  তাই আসিনা কাছে, আমি আজ সবকিছু খুঁজে নিতে চাই নিজের মাঝে।। আমার দীপ্ত বেদনাপাত  আমার কান্নায় ভেজা রাত, আমার আবেগী স্বচ...

Moddhobitter LockDown Lyrics (মধ্যবিত্তের লকডাউন) Tabib Mahmud Rap Song

Moddhobitter LockDown Lyrics | Tabib Mahmud | Bangla Rap Song 2020 | Stay Home | Stay Safe Moddhobitter LockDown Lyrics: আ মি তাকে চিনিনা, সে তরুণ পৃথিবী কে সচল রেখে নিজেদের কষ্ট লুকিয়ে অভিনয় করে বেঁচে থাকা, মধ্যবিত্ত তরুণ। আমার মত তারো তরুণ জীবন তবে কাঁধে তার পরিবার করে নির্ভর, সে ঘাটে দিনভর করে ছোটো চাকরি রোজ ফেরি করে মালামাল করে বিক্রি তার জীবন এখন কচু পাতায় এক ফোটা জলের মতন পুরো পরিবার তার করে হাহাকার, আহা খাদ্যের অভাব হাত পেতে খাওয়া তার নয়তো স্বভাব। কারো কাছে চায় না সে পায় না সে খাদ্য তার দুখ ঘুচাবে আছে কার সাধ্য জীবনের এই ধাপে পরাজিত সৈনিক গৃহবন্দি হয়ে মারা যায় দৈনিক। খবরের কাগজটা জানে না এ সংবাদ বরবাদ হয় যেথা ক্ষুদার রাজ্যে ব্যাথা, ধুকে ধুকে মরে এটা তিক্ত সত্য অসহায় বাবা নাম মধ্যবিত্ত। আহারে জীবন পানির মতন সূর্যের আলোতেই শুকিয়ে গেলো, আহারে জীবন নদীর মতন সাগরের সাথে মিশে হারিয়ে গেলো। এই পৃথিবীকে যারা রেখেছে সচল তারা মধ্যবিত্ত হয়ে হয়েছে অচল এই দুর্যোগে ঘরে বসে আকাশের দিকে চেয়ে বিধাতার তরে তারা ঝরায় বাদল। আহা এ ব্যথার গান শুন...

About Corona | Corona Virus | করোনা ভাইরাস Lyrics | Rana

About Corona Virus | Tabib Mahmud | Rana GullyBoy | Bangla Rap Song 2020 | Social Awareness HipHop About Corona |  Corona Virus | করোনা ভাইরাস Lyrics: এ কটি রোগের নাম ভাইরাস করোনা এই ব্যাপারে তোর আছে কোনো ধারণা ? জানি না আমি ভাই এতকিছু বুঝি না বুঝতে হবে নয় মরতে হবে আরে ভাইরাস করোনা হতে পারে তোর ভালো মত হাত ঢাবি সাবান দিয়ে কী যা-তা বলছেন জবান দিয়ে হাত ধোবো কেনো ? হাত ধোবো কেনো ? আপনি জানেন না ভাইরাস করোনা বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না কে বললো তোকে জানলি কোথায় ? নেট থেকে দেখেছি হাজার উপায় তারপরো হাত ধুবি হাতধুলে ক্ষতি নাই ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই সহমত ভাই, আপনি যা বলবেন তাই হবে তাই । খুব প্রয়োজন মাস্ক পড়াটাও আজ খুব প্রয়োজন নাক, মুখ, চোখ দিয়ে ভাইরাস ঢুকে সরাসরি হিট করে আমাদের বুকে কিন্তু যে ভাই, ঘর নাই যার কোথায় সাবান পাবে হাত ধোবে তার ? গুড কোশ্চেন, এই রানা শোন যত্র তত্র থুতু ফেলবি না অপরিস্কার কিছু ধরবি না হাত দিয়ে চোখ নাক ডলবি না ভাইরাস তবে তোকে ধরবে না যদি ধরে তবে ! এমনতো নয় এই রোগ হলে মারা যায় অধিকাংশই এই রোগ হলে বেঁচে যায় চিন্তা নাই ন...

Gully Boy Part 3 Lyrics শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে লিরিক্স Bangla Rap Song

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে লিরিক্স Gully Boy Part 3 | Rana | Tabib | Bangla Rap Song দেশে পাচ লাখ তেইশ হাজার কোটি টাকার বাজেট হলো। বিটিভিও আঠারশো আটশট্টি কোটি টাকা পেলো। পথশিশু কি কিছুই পায় না? (র‍্যাপঃ১) পাচ লাখ কোটি থেকে পাচশত কোটি দাও তিনশত কোটি দিয়ে স্কুল গড়ে দাও দুইশত কোটি দিয়ে বানাও শপিং মল এই রানা, এই রাজু চল স্কুলে চল টিউশন ফিস থেকে টিচারের মাইনে সরকারের কাছ থেকে কোনোটাই চাইনে আবাসিক স্কুলে থাকবে পথশিশু মার্কেটের আয় দিয়ে চলবে সবকিছু ঘাটতির এ বাজেটে টাকা যদি নাই পান ছোটো করে বলি তবে এইটারো সমাধান বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে হয়ে যাবে পাচশত কোটি টাকা ছাড়িয়ে মাথাপিছু আয় যদি এত শত ওত হয় আমার ভাগের টাকা করল কি সঞ্চয় চাচ্ছিতো অধিকার চাচ্ছিনা অনুদান বাকী রানাদের তরে এইটারো সমাধান শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে আমাদের ঘর নাই সে কথা কে বলবে? শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে আমাদের ঘর নাই সে কথা কে বলবে? আমাদের বাজেটের আগা আছে মাথা নাই যার আছে সব আছে যার নাই কিছু নাই প্রতিশ্রুতি তুমি পেত্নির ছলনা দোষ দিবে কার তুমি কেউ মোরা ভালো...