Dipto Bedonapat Lyrics by Tabib Mahmud : Dipto Bedonapat Song Is Sung by Tabib Mahmud Bangla Rap Song. Song Lyrics In Bengali Written by Tabib Mahmud. Song : Dipto Bedonapat Vocal, Music, Lyrics &Tune : Tabib Mahmud Cinematography : Rifat Jahan Shaon Directed by : Tabib Mahmud Dipto Bedonapat Song Lyrics In Bengali : তোমাকে দেখেছি স্বপ্নের জাল বুনে এক কাপ চা হাতে উড়ছে ধোঁয়া, বর্ষার ঝুম ঝুম বৃষ্টির শেষে ছিলো হৃদয় কাপানো এক হিমেল হাওয়া। রঙধনু কালো চুল, কান খোলা ভেবছো কি আমি কবি মনভুলা? তোমার দু'চোখে ছিলো বৈশাখি ঝর দেখা হলো ঠিক তবে বহুদিন পর। চোখে চোখ পড়ে গেলে লজ্জায় ফিরে যাই জয়ী হতে এসে কেনো বারবার হেরে যাই, খাদহিন অভিমান বিলি করে দিতে চাই খানিকটা কাছে এসে অনেকটা দূরে যাই। এক কাপ চা শেষে দুই কাপ শুরু হয় স্বপ্নের মায়াজাল এইভাবে বুনা হয়, কিছুটা সময় তাই লজ্জাকে ভুলে যাই আমি ওই দেহে নয় ভাবনায় ছুঁয়ে যাই। একলা থাকার অভ্যাস তাই আসিনা কাছে, আমি আজ সবকিছু খুঁজে নিতে চাই নিজের মাঝে।। আমার দীপ্ত বেদনাপাত আমার কান্নায় ভেজা রাত, আমার আবেগী স্বচ...