যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

About Corona | Corona Virus | করোনা ভাইরাস Lyrics | Rana

About Corona Virus | Tabib Mahmud | Rana GullyBoy | Bangla Rap Song 2020 HipHop
About Corona Virus | Tabib Mahmud | Rana GullyBoy | Bangla Rap Song 2020 | Social Awareness HipHop

About Corona | Corona Virus | করোনা ভাইরাস Lyrics:

কটি রোগের নাম ভাইরাস করোনা
এই ব্যাপারে তোর আছে কোনো ধারণা ?
জানি না আমি ভাই এতকিছু বুঝি না
বুঝতে হবে নয় মরতে হবে আরে
ভাইরাস করোনা হতে পারে তোর
ভালো মত হাত ঢাবি সাবান দিয়ে
কী যা-তা বলছেন জবান দিয়ে
হাত ধোবো কেনো ? হাত ধোবো কেনো ?
আপনি জানেন না ভাইরাস করোনা
বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না
কে বললো তোকে জানলি কোথায় ?
নেট থেকে দেখেছি হাজার উপায়
তারপরো হাত ধুবি হাতধুলে ক্ষতি নাই
ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই
সহমত ভাই, আপনি যা বলবেন
তাই হবে তাই । খুব প্রয়োজন
মাস্ক পড়াটাও আজ খুব প্রয়োজন
নাক, মুখ, চোখ দিয়ে ভাইরাস ঢুকে
সরাসরি হিট করে আমাদের বুকে
কিন্তু যে ভাই, ঘর নাই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?
গুড কোশ্চেন, এই রানা শোন
যত্র তত্র থুতু ফেলবি না
অপরিস্কার কিছু ধরবি না
হাত দিয়ে চোখ নাক ডলবি না
ভাইরাস তবে তোকে ধরবে না
যদি ধরে তবে !
এমনতো নয় এই রোগ হলে মারা যায়
অধিকাংশই এই রোগ হলে বেঁচে যায়
চিন্তা নাই
না চিন্তা আছে
এইটার মাঝেও শিক্ষা আছে
কি শিক্ষা ভাই ?
সমাজের যদি হয় ভাইরাস তবে
ধনী ও গরিব সব ভেঙে চুরে যাবে
একটি রোগের কাছে অসহায় মানুষেরা
কী করবে ভেবে ভেবে হয়ে যায় দিশেহারা
এইটাকে বলে কেউ খোদার আজাব
রেগে গিয়া কেউ দেয় যুক্তি জবাব
কতিপয় লোক আছে আমার মতো
ঘরে বসে খায় শুধু গরুর কাবাব

[আজ সমাজের হয়ে গেছে ফুসফুসে কাশি
এ খবর শুনে মোর ঘরে বসে হাসি
লক্ষ পথশিশু ঘর নই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?]

একযোগে যেদিন হবে সচেতন
সেদিন পাবে সবে নতুন জীবন
একযোগে যেদিন হবে সচেতন
সেদিন পাবে সবে নতুন জীবন

About Corona | Corona Virus | করোনা ভাইরাস Lyrics Credits:

Song :  About Corona
Artists : Tabib, Rana,
              Subhro Raha,
              AK Hasan
Singer : Rana
Lyrics : Tabib Mahmud

About Corona | Corona Virus | করোনা ভাইরাস Song Full Video:


Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
×