Home
/
বাংলা গান লিরিক্স
/
Rana
/
Tabib Mahmud
/
/
About Corona | Corona Virus | করোনা ভাইরাস Lyrics | Rana
About Corona Virus | Tabib Mahmud | Rana GullyBoy | Bangla Rap Song 2020 | Social Awareness HipHop
এই ব্যাপারে তোর আছে কোনো ধারণা ?
জানি না আমি ভাই এতকিছু বুঝি না
বুঝতে হবে নয় মরতে হবে আরে
ভাইরাস করোনা হতে পারে তোর
ভালো মত হাত ঢাবি সাবান দিয়ে
কী যা-তা বলছেন জবান দিয়ে
হাত ধোবো কেনো ? হাত ধোবো কেনো ?
আপনি জানেন না ভাইরাস করোনা
বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না
কে বললো তোকে জানলি কোথায় ?
নেট থেকে দেখেছি হাজার উপায়
তারপরো হাত ধুবি হাতধুলে ক্ষতি নাই
ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই
সহমত ভাই, আপনি যা বলবেন
তাই হবে তাই । খুব প্রয়োজন
মাস্ক পড়াটাও আজ খুব প্রয়োজন
নাক, মুখ, চোখ দিয়ে ভাইরাস ঢুকে
সরাসরি হিট করে আমাদের বুকে
কিন্তু যে ভাই, ঘর নাই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?
গুড কোশ্চেন, এই রানা শোন
যত্র তত্র থুতু ফেলবি না
অপরিস্কার কিছু ধরবি না
হাত দিয়ে চোখ নাক ডলবি না
ভাইরাস তবে তোকে ধরবে না
যদি ধরে তবে !
এমনতো নয় এই রোগ হলে মারা যায়
অধিকাংশই এই রোগ হলে বেঁচে যায়
চিন্তা নাই
না চিন্তা আছে
এইটার মাঝেও শিক্ষা আছে
কি শিক্ষা ভাই ?
সমাজের যদি হয় ভাইরাস তবে
ধনী ও গরিব সব ভেঙে চুরে যাবে
একটি রোগের কাছে অসহায় মানুষেরা
কী করবে ভেবে ভেবে হয়ে যায় দিশেহারা
এইটাকে বলে কেউ খোদার আজাব
রেগে গিয়া কেউ দেয় যুক্তি জবাব
কতিপয় লোক আছে আমার মতো
ঘরে বসে খায় শুধু গরুর কাবাব
[আজ সমাজের হয়ে গেছে ফুসফুসে কাশি
এ খবর শুনে মোর ঘরে বসে হাসি
লক্ষ পথশিশু ঘর নই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?]
একযোগে যেদিন হবে সচেতন
সেদিন পাবে সবে নতুন জীবন
একযোগে যেদিন হবে সচেতন
সেদিন পাবে সবে নতুন জীবন
Artists : Tabib, Rana,
Subhro Raha,
AK Hasan
Singer : Rana
Lyrics : Tabib Mahmud
About Corona | Corona Virus | করোনা ভাইরাস Lyrics:
একটি রোগের নাম ভাইরাস করোনাএই ব্যাপারে তোর আছে কোনো ধারণা ?
জানি না আমি ভাই এতকিছু বুঝি না
বুঝতে হবে নয় মরতে হবে আরে
ভাইরাস করোনা হতে পারে তোর
ভালো মত হাত ঢাবি সাবান দিয়ে
কী যা-তা বলছেন জবান দিয়ে
হাত ধোবো কেনো ? হাত ধোবো কেনো ?
আপনি জানেন না ভাইরাস করোনা
বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না
কে বললো তোকে জানলি কোথায় ?
নেট থেকে দেখেছি হাজার উপায়
তারপরো হাত ধুবি হাতধুলে ক্ষতি নাই
ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই
সহমত ভাই, আপনি যা বলবেন
তাই হবে তাই । খুব প্রয়োজন
মাস্ক পড়াটাও আজ খুব প্রয়োজন
নাক, মুখ, চোখ দিয়ে ভাইরাস ঢুকে
সরাসরি হিট করে আমাদের বুকে
কিন্তু যে ভাই, ঘর নাই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?
গুড কোশ্চেন, এই রানা শোন
যত্র তত্র থুতু ফেলবি না
অপরিস্কার কিছু ধরবি না
হাত দিয়ে চোখ নাক ডলবি না
ভাইরাস তবে তোকে ধরবে না
যদি ধরে তবে !
এমনতো নয় এই রোগ হলে মারা যায়
অধিকাংশই এই রোগ হলে বেঁচে যায়
চিন্তা নাই
না চিন্তা আছে
এইটার মাঝেও শিক্ষা আছে
কি শিক্ষা ভাই ?
সমাজের যদি হয় ভাইরাস তবে
ধনী ও গরিব সব ভেঙে চুরে যাবে
একটি রোগের কাছে অসহায় মানুষেরা
কী করবে ভেবে ভেবে হয়ে যায় দিশেহারা
এইটাকে বলে কেউ খোদার আজাব
রেগে গিয়া কেউ দেয় যুক্তি জবাব
কতিপয় লোক আছে আমার মতো
ঘরে বসে খায় শুধু গরুর কাবাব
এ খবর শুনে মোর ঘরে বসে হাসি
লক্ষ পথশিশু ঘর নই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?]
একযোগে যেদিন হবে সচেতন
সেদিন পাবে সবে নতুন জীবন
একযোগে যেদিন হবে সচেতন
সেদিন পাবে সবে নতুন জীবন
About Corona | Corona Virus | করোনা ভাইরাস Lyrics Credits:
Song : About CoronaArtists : Tabib, Rana,
Subhro Raha,
AK Hasan
Singer : Rana
Lyrics : Tabib Mahmud
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন