Seshbarer Moto Toke Chai Song Lyrics | Pragya | The Bong Studio Originals | Krish | TBM Seshbarer Moto Toke Chai Lyrics: য দি ভেজা চোখ অনুরোধ রাখে আজ পিছুটানে বারবার, খুব আবেগে জড়ানো রঙচটা বেমানান উপহার। স্মৃতি ধংসস্তুপে বয়ে যাওয়া নিথর ওই নদী টার কাছে, শেষবারের মতো তোকে চাই। স্মৃতির কবর খুঁড়ে রেখে যায় ভালোবাসা একলা নীরবে দূরে পেতে চায় ভালোবাসা। আজও জানি আমি অভিমানী ইচ্ছে রা ফিরবে না ঘরে আর, চেনা মুহুর্ত ভীড়ে দুরত্ব বেড়ে যোগাযোগ মুছে যাবে সবই তার। তবু স্মৃতিপথে দেখা হলে চেনা কোনো আদর ছুঁয়ে শেষবারের মতো তোকে চাই। যদি ভীড়ের মাঝে শূন্য লাগে জেনে রেখো সবার আগে খবর পাবো আমি, আজ সাজলে শহর তোমার সাজে ভোরের পাখি জাগার আগে খবর পাবো আমি। আমি হাসি মুখে ভেজা চোখে করে যেতে পারি আজও অভিনয়, ব্যথা জমে থাকে তোকে নিয়ে লেখা গানে সুরে আর কবিতায়। মৃত ভালোবাসা তবু কেন অভ্যাসে জমে থাকা অধিকার, শেষবারের মতো তোকে চাই, শেষবারের মতো তোকে চাই। Seshbarer Moto Toke Chai Song Credits: Song : Seshbarer Moto Toke Chai Singer : Pragya Dutta Music & Lyrics ...