Home
/
বাংলা গান লিরিক্স
/
Pragya Dutta
/
Pratik Kundu
/
The Bong Studio
/
/
Seshbarer Moto Toke Chai Lyrics (শেষবারের মতো তোকে চাই) Pragya Dutta
Seshbarer Moto Toke Chai Song Lyrics | Pragya | The Bong Studio Originals | Krish | TBM
রাখে আজ পিছুটানে বারবার,
খুব আবেগে জড়ানো
রঙচটা বেমানান উপহার।
স্মৃতি ধংসস্তুপে বয়ে যাওয়া নিথর ওই
নদী টার কাছে,
শেষবারের মতো তোকে চাই।
স্মৃতির কবর খুঁড়ে
রেখে যায় ভালোবাসা
একলা নীরবে দূরে
পেতে চায় ভালোবাসা।
আজও জানি আমি অভিমানী ইচ্ছে রা
ফিরবে না ঘরে আর,
চেনা মুহুর্ত ভীড়ে দুরত্ব বেড়ে
যোগাযোগ মুছে যাবে সবই তার।
তবু স্মৃতিপথে দেখা হলে
চেনা কোনো আদর ছুঁয়ে
শেষবারের মতো তোকে চাই।
যদি ভীড়ের মাঝে শূন্য লাগে
জেনে রেখো সবার আগে
খবর পাবো আমি,
আজ সাজলে শহর তোমার সাজে
ভোরের পাখি জাগার আগে
খবর পাবো আমি।
আমি হাসি মুখে ভেজা চোখে
করে যেতে পারি আজও অভিনয়,
ব্যথা জমে থাকে তোকে নিয়ে লেখা গানে
সুরে আর কবিতায়।
মৃত ভালোবাসা তবু কেন অভ্যাসে
জমে থাকা অধিকার,
শেষবারের মতো তোকে চাই,
শেষবারের মতো তোকে চাই।
Singer : Pragya Dutta
Music & Lyrics : Pratik Kundu
Director : Krish Bose
DOP : Subhajit Sil
Edit & Color : Sanjoy Dasgupta
Producer : The Bong Media
Chief AD : Supayan Das
Calligraphy : Poulami Ghosh
Label : The Bong Studio
Seshbarer Moto Toke Chai Lyrics:
যদি ভেজা চোখ অনুরোধরাখে আজ পিছুটানে বারবার,
খুব আবেগে জড়ানো
রঙচটা বেমানান উপহার।
স্মৃতি ধংসস্তুপে বয়ে যাওয়া নিথর ওই
নদী টার কাছে,
শেষবারের মতো তোকে চাই।
স্মৃতির কবর খুঁড়ে
রেখে যায় ভালোবাসা
একলা নীরবে দূরে
পেতে চায় ভালোবাসা।
আজও জানি আমি অভিমানী ইচ্ছে রা
ফিরবে না ঘরে আর,
চেনা মুহুর্ত ভীড়ে দুরত্ব বেড়ে
যোগাযোগ মুছে যাবে সবই তার।
তবু স্মৃতিপথে দেখা হলে
চেনা কোনো আদর ছুঁয়ে
শেষবারের মতো তোকে চাই।
জেনে রেখো সবার আগে
খবর পাবো আমি,
আজ সাজলে শহর তোমার সাজে
ভোরের পাখি জাগার আগে
খবর পাবো আমি।
আমি হাসি মুখে ভেজা চোখে
করে যেতে পারি আজও অভিনয়,
ব্যথা জমে থাকে তোকে নিয়ে লেখা গানে
সুরে আর কবিতায়।
মৃত ভালোবাসা তবু কেন অভ্যাসে
জমে থাকা অধিকার,
শেষবারের মতো তোকে চাই,
শেষবারের মতো তোকে চাই।
Seshbarer Moto Toke Chai Song Credits:
Song : Seshbarer Moto Toke ChaiSinger : Pragya Dutta
Music & Lyrics : Pratik Kundu
Director : Krish Bose
DOP : Subhajit Sil
Edit & Color : Sanjoy Dasgupta
Producer : The Bong Media
Chief AD : Supayan Das
Calligraphy : Poulami Ghosh
Label : The Bong Studio
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন