Tumi Robe Nirobey Lyrics(তুমি রবে নিরবে) | Antarleen | Kharaj Mukherjee | Rabindra Sangeet Tumi Robe Nirobey Lyrics: তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখবেদন মম সফল স্বপন মম দুঃখবেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। Tumi Robe Nirobey Lyrics Credits: Singer: Kharaj Mukherjee Music Director: Ratul Shankar Lyricist: Rabindranath Tagore Director: Arindam Bhattacharya Starring: Mamata Shankar, Kharaj Mukherjee, Sampurna Lahiri, Prabhat Pandey. Tumi Robe Nirobey Song Video: ...