Ayna Lyrics by Tanveer Evan : Ayna Song Is Sung by Tanveer Evan Bengali Song. MUsic Composed by Piran khan And Tomar Chole Jaowa Bodle Diyeche Amake Lyrics In Bengali Written by Asif sohan. Song : Ayna Singer : Tanveer Evan Lyrics : Asif sohan Music Composer : Piran khan Ayna Song Lyrics In Bengali : বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে, চাঁদ নামেনি এখনোও প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে। ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আঁধারে, তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে। অহেতুক তুমি ছুটেছো মিঠি স্বস্তি খুঁজেছো, তোমার আমার ব্যবধান এখনো সর্বোচ্চ। আয়নায় চেয়ে দেখো চোখ কী বলে, ঠোঁটে হাসি নেই তোমার আমি আজ নেই বলে। বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে, চাঁদ নামেনি এখনোও প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে। ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আঁধারে, তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে বদলে দিয়েছে পুরোটা আমাকে, তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে। চাইলে তুমি পারতে একটু আস্হা রাখতে আমি ঠিকই, সব গুছিয়ে নিতাম। তুমি বিশ্বাস রাখোনি চলে গেছো ...