সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Ethun Babu লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Ekhono Majhe Majhe Lyrics (এখনও মাঝে মাঝে) Asif Akbar | Noble Man

Noble Man || Ekhono Majhe Majhe Song Lyrics || Asif Akbar || Stay Home || Stay Safe || Ekhono Majhe Majhe Lyrics: এখনও মাঝে মাঝে লিরিক্স এ খনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে, শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দী মনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহর আর ভালোবাসার একা বেদনারই চরে। তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এখনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে, শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দুরে এই মনের আঙিনা ছেড়ে। Ekhono Majhe Majhe Song Credits: Song: Ekhono Majhe Majhe Album : O Priya Tumi K...