সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Dwitiyo Purush লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Aami Aachhi Lyrics (আমি আছি) | Rupam Islam

Aami Aachhi Lyrics (আমি আছি) | Dwitiyo Purush | Rupam Islam | Anupam Roy | Srijit Mukherji | SVF . Aami Aachhi Lyrics: আমি আছি আমি আছি কোনো আড়াল করতে চাও তোমার পাকস্থলীর ভেতর আমায় খাবার করেনাও। আমি আছি আমি আছি কোনো হঠাৎ ভুলতে চাও তোমার রাত জাগা কবিতায় অন্তমিলে আমায় পাও। জানি তোমার চোখে আমার আঙ্গুল তোমার কথায় হাজারটা ভুল ধরতে আমি চাইনা ধরতে হয়। এখনো তুমি আমায় চিনতে চাওনা এখনো তোমার বাক্স ভরা ভয় এখনো তুমি অসিকারে বন্দি জানোনা তুমি নিজের পরিচয়। আমি আছি আমি আছি তোমার মোড়ের মাথায় গান তোমার খুনোখুনির গলি তোমার থেতলে যাওয়া প্রাণ। আমি আছি আমি আছি তোমার প্রতিশোধের ভুল তোমার শেষেও আমি থাকবো তোমার চিতাতে আগুন। জানি তোমার চোখে আমার আঙ্গুল তোমার কথায় হাজারটা ভুল ধরতে আমি চাইনা ধরতে হয়। এখনো তুমি আমায় চিনতে চাওনা এখনো তোমার বাক্স ভরা ভয় এখনো তুমি অসিকারে বন্দি জানোনা তুমি নিজের পরিচয়। Aami Aachhi song Credits: Singer: Rupam Islam Music & Lyrics: @Anupam Roy Arrangement and Guitar: Anupam Roy Drums: Sandipan Parial Bass: Kaustav...

Abar Phire Ele Lyrics (আবার ফিরে এলে) | Dwitiyo Purush

Abar Phire Ele Lyrics (আবার ফিরে এলে) | Dwitiyo Purush | Arijit Singh | Anupam Roy | Srijit Mukherji | SVF তোমার অভিমানে ভরা কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়, পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই দু'চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়। তোমার অভিধানে আছে এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ হাতের মুঠোয় চাইছি শিহরণ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে? ওই পাথুরে ঝর্না জলের ঝিম ঝিম উল্লাসে, এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে। আবার ফিরে এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে, আবার ফিরে এলে ভালোবাসায় উড়েও যাইনি ফুরিয়ে। তোমার বিপদ গলির কাঁচে ডানা মেলে আমি জানতে পরিচয়, মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময় ছুঁয়ে দিলে কী জানি কী হয়। তোমার শঙ্খমালার সাদায় চিহ্ন রাখা আছে শব্দহীনতায়, নির্জনতা জানে হয়না তার বিদায় দূরে গিয়েও ফিরে আসা যায়। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে? ঐ পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে, এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে। আবার ফিরে এলে জেগে আছ...

Je Kawta Din Lyrics (যে কটা দিন) | Dwitiyo Purush

Je Kawta Din Lyrics (যে কটা দিন) | Reprise Version | Dwitiyo Purush | Anupam Roy & Iman | Srijit Mukherji Je Kawta Din Lyrics: যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে, যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে.. আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে। যেটুকু রোদ ছিল লুকনো মেঘ বুনেছিলাম তোমার শালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে.. আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে। চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে, মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে, স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই। যেভাবে নিঃশব্দে ফেলেছে পা রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে। আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে.. আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে। যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে.. আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে। আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে.. আমার আঙ্গুল হাত...