Home
/
Anupam Roy
/
Bengali Movie Song Lyrics
/
Dwitiyo Purush
/
Iman Chakraborty
/
Srijit Mukherji
/
/
Je Kawta Din Lyrics (যে কটা দিন) | Dwitiyo Purush
Je Kawta Din Lyrics (যে কটা দিন) | Reprise Version | Dwitiyo Purush | Anupam Roy & Iman | Srijit Mukherji
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই।
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
Movie: Dwitiyo Purush
Singers: Anupam Roy & Iman Chakraborty
Music & Lyrics: Anupam Roy
Director: Srijit Mukherji
Cinematographer: Soumik Haldar
Presenters: Shrikant Mohta & Mahendra Soni
Produced By: SVF Entertainment Pvt. Ltd
Je Kawta Din Lyrics:
যে কটা দিন তুমি ছিলে পাশেকেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই।
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
Je Kawta Din Lyrics Credits:
Song: Je Kawta Din RepriseMovie: Dwitiyo Purush
Singers: Anupam Roy & Iman Chakraborty
Music & Lyrics: Anupam Roy
Director: Srijit Mukherji
Cinematographer: Soumik Haldar
Presenters: Shrikant Mohta & Mahendra Soni
Produced By: SVF Entertainment Pvt. Ltd
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন