BIYA LEGECHE LYRICS | BRAHMA JANEN GOPON KOMMOTI | ANINDYA LAGNAJITA | RITABHARI SOHAM | NANDITA BIYA LEGECHE LYRICS: সো সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কওনা কেন বৌ ? সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কয়না নতুন বউ । লাজুক চোখে আবীর লেগেছে.. নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাবতী বায়না সেজেছে পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাবতী বায়না সেজেছে পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । বলি ও ও ও ও রাইকিশোরী পান সুপারি ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । বলি ও ও ও ও রাইকিশোরী পান সুপারি ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । জরী বোনা বেনারসী শাড়ি কাজল পরা চোখের গহন আলো, রাত পোহালেই পর হবে ঘর বাড়ী কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো । জরী বোনা বেনারসী শাড়ি কাজল পরা চোখের গহন আলো, রাত পোহালেই পর হবে ঘর বাড়ী কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো । সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কওনা কেনো বউ ...