সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

BRAHMA JANEN GOPON KOMMOTI লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

BIYA LEGECHE LYRICS | ANINDYA LAGNAJITA

BIYA LEGECHE LYRICS | BRAHMA JANEN GOPON KOMMOTI | ANINDYA LAGNAJITA | RITABHARI SOHAM | NANDITA BIYA LEGECHE LYRICS: সো সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কওনা কেন বৌ ? সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কয়না নতুন বউ । লাজুক চোখে আবীর লেগেছে.. নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাবতী বায়না সেজেছে পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাবতী বায়না সেজেছে পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । বলি ও ও ও ও রাইকিশোরী পান সুপারি ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । বলি ও ও ও ও রাইকিশোরী পান সুপারি ওঠ ছুড়ি তোর বিয়া লেগেছে । জরী বোনা বেনারসী শাড়ি কাজল পরা চোখের গহন আলো, রাত পোহালেই পর হবে ঘর বাড়ী কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো । জরী বোনা বেনারসী শাড়ি কাজল পরা চোখের গহন আলো, রাত পোহালেই পর হবে ঘর বাড়ী কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো । সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কওনা কেনো বউ ...

TUI CHOL LYRICS (তুই চল) | BRAHMA JANEN GOPON KOMMOTI

TUI CHOL LYRICS (তুই চল) | BRAHMA JANEN GOPON KOMMOTI | RITABHARI SOHAM | ANINDYA SOMLATA | NANDITA . TUI CHOL LYRICS: যে মেয়েটির লুকোনো তীর সঠিক তাক করেছে পন যে মেয়েটির লাগেনা ভিড় একাই হয়েযায় ১০০ জন যে মেয়েটার কথার ধার লাফিয়ে পার হিংসে ঢেউ যে মেয়েটার আমিও তার পাশে হাঁটার গোপন কেউ কথা বলবে সে কাদের ? কিছু ভুল আর্তনাদের ভাষা বোলবেকি তাদের প্রতিবাদের -- পাশে তাদের -- তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। আগামী ডাকদিল তাকে এখনই হয়েছে সময় বাতিল নিয়মের ফাঁকে আলোর হাসে নিশ্চয়। যে মেয়েটির লক্ষ স্থির ভেঙে প্রাচীর জেতার বল সে মেয়েটার তুমিও তার খুব চেনা আপনজন কথা বলবে সে কাদের ? কিছু ভুল আর্তনাদের ভাষা বোলবেকি তাদের প্রতিবাদের -- পাশে তাদের -- তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। TUI CHOL LYRICS CREDITS: Singer: Somlata Acharyy...

KON GOPONE LYRICS | Surangana Bandyopadhyay

KON GOPONE LYRICS | OFFICIAL: BRAHMA JANEN GOPON KOMMOTI | RITABHARI | SOHAM | NANDITA | ANINDYA SURANGANA . KON GOPONE LYRICS: কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে। নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে। কোমল ধানের শীষে দুঃখরা যায় মিশে। সুখ পাখি কার্নিশে হারায় অগোচরে, দিন খুঁজে যাই, দিন আসে না রাত আসে রাত করে, আমার ভিতর ঘরে। অবুঝ চোখের তারায় অন্ধ কাজল হারায়, এক ফালি হাত বাড়ায় শান্ত চরাচরে। সোনার কাঁকন, কোন সে আপন মুখ লুকায়ে প্রান্তরে, আমার ভিতর ঘরে। কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে, আমার ভিতর ঘরে, সে কি আমার ভিতর ঘরে। KON GOPONE SONG CREDITS: Song: Kon Gopone Movie: Brahma Janen Gopon Kommoti Singer: Surangana Bandyopadhyay Lyric & composition: Anindya Chattopadhyay Musical arrangements: Rudraneel Chowdhury Directed by: Aritra Mukherjee Mixing & mastering: Debojit Sengupta Label: WINDOWS