|| ঘরোয়া পদ্ধতিতে তৎক্ষণাৎ পাইলস-এর হাত থেকে মুক্তি|| পাইলস-এর হাত থেকে মুক্তি পেতে হলে কিছু আয়ুর্বেদিক উপায় আছে। যেগুলো প্রয়োগ করলে আপনি খুব দ্রুত পাইলস-এর হাত থেকে মুক্তি পাবেন। পাইলস-এর হাত থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য কিছু আয়ুর্বেদিক উপায় :- লেবু :- রক্তাক্ত পাইলস হলে লেবু মাঝখান থেকে কেটে তাতে প্রায় ৪-৫ গ্রাম খয়ের গুঁড়ো করে দিয়ে দিন। তারপর লেবুর টুকরো দুটো সারারাত ছাদে রেখে দিন।আর সকালে উঠে টুকরো দুটো চুসে খেয়ে নিন। এরকম যদি আপনি পাঁচ দিন ধরে প্রয়োগ করেন, তাহলে আপনার পাইলসে অবশ্যই উপকার হবে। নিমের ফল :- নিমের ফল খোসাসুদ্ধ গুঁড়ো করে সেটা প্রতিদিন সকালে ১০ গ্রাম করে রাতে রাখার জলের সাথে খেতে হবে। তাহলে অবশ্যই আপনার লাভ হবে। একটা কথা মনে রাখবেন, এটা প্রয়োগ করার সময় আপনি ঘি খেতে পারবেন না। কালো তিল :- রক্তাক্ত পায়সালে পাইলস হলে রক্ত আটকানোর জন্য ১০-১২ গ্রাম জল ভেজানো কালো তিল মাখনের সাথে খান। এটা খেলে পাইলস থেকে রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। জিরে :- জিরে-কে টুকরো করে তিলের ওপর লাগালেও লাভ হয়। এছাড়া জিরে-কে ভেজে মিস্ত্রির সাথ...