সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Song Lyrics লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Obak Jole Lyrics

Obak Jole Lyrics Obak Jole Credits  Song : Obak Jole Singer ,Lyricist and Composer : Prasen © Windows Production House ইদানিং থাকছি ডুবে অবাক জলে, তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে। নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে, নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে, তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। ভোলে মন বৃষ্টিপাতের মামদোবাজি, তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি। ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে, ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে, তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। More Articles on this topic তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে, মন আমার সেলাই মেশিন দেয়াল বোনে। যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে, যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। ইদা...

Ferate Parini Song Lyrics (ফেরাতে পারিনি) Runa Laila

Ferate Parini Song Lyrics | ফেরাতে পারিনি  | Runa Laila | Kabir Bakul | Niloy | Nadia | Bangla New Song 2019 . Ferate Parini Song Lyrics: ফে রাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। তবুও ফেরানো  পথে রয়েছি আশায় আশায়, ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। যে যাবার সে চলে যাবে ফেরাবো তাকে কিভাবে? যে যাবার সে চলে যাবে ফেরাবো তাকে কিভাবে? সে কথা ভেবে একাকী শ্রাবণে দুচোখ ভাষাই, ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। বলো না কি ভুল হয়েছে? তবু মন সবই সয়েছে। বলো না কি ভুল হয়েছে? তবু মন সবই সয়েছে। ফেরারি স্মৃতিরা এসে প্রতিদিন কাঁদায় হাসায়। ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। তবুও ফেরানো  পথে রয়েছি আশায় আশায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। Ferate Parini Song Credits: Song: Ferate Parini ( ফেরাতে পারিনি ) Singer: Runa Laila Lyric: Kabir Bakul Tune: Runa Laila Music: R...

Aagun Song Lyrics, ASUR, Timir Biswas

 Aagun | ASUR | Jeet | Abir | Nusrat | Pavel | Bickram Ghosh | Timir Biswas   Aagun Song Lyrics: একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। আগুন মেখে দেখ কে চলে যায় - ঝড়ের পাখিটার ঠিকানা হারায় - কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়? তুফান আসে দেখ কোন দরিয়ায়- জ্বলছে পৃথিবী আমার ঠিকানায় - পোড়া এ-মন সে আজ চেনা দায়, কোন খেলায় হেরে কখন? স্বপ্ন আমার ভেসে ফিরে যায় - কে ডাকে আমায়? সে আসে কি  যায়? একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। হাজার মনের হাজার কথায় - আজকে আমার কি আসে যায় - যত রাগ ফেলে যাই পথের ধারে - আলোতে সাজানো আমার কবরে। ফিরবো না আরে এ কথায়, আগুনে যাই  এ চিতায়। কে ডাকে আমায়? সে আসে কি  যায়? একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। ভাঙছে আকাশ সব ভেসে যায়- দুহাত আমার আগুন জ্বালায় - হিসেব যত থাকপড়ে দুনিয়ার - মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে। রইল যে স্বপ্ন আমার। ফিরবো না আরে এ কথায় - আগুনে যাই  এ চিতায় - আগুন মেখে দেখ কে চলে যায়, ঝড়ের পাখিটার ঠিকানা হ...

Radha Song Lyrics | ASUR | Iman & Shovan

Radha Song Lyrics | ASUR | Jeet | Abir Chatterjee  | Nusrat Jahan  | Pavel | Bickram Ghosh | Iman Chakraborty | Shovan Ganguly | Radha Song Lyrics: আ মি রাধার মত কলঙ্ক যে চাই, আমি রাধার মত কলঙ্ক যে চাই, রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। দাফন হবো তোর সাথে তাই কাফন খুঁজে যাই, আমি রাধার মত কলঙ্ক যে চাই। আমি রাধার মত কলঙ্ক যে চাই। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, হয়রান সে আর পায়না যে তীর। হয়রান সে আর পায়না যে তীর। তোকে পাবোকি পাবনা আর মন জ্বলেপুড়ে একাকার। তোকে পাবোকি পাবনা আর মন জ্বলেপুড়ে একাকার। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রাধার মত কলঙ্ক যে চাই। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। SONG CREDITS: Song: Radha Music Direction: Bickram Ghosh Lyrics: Sugato ...

Jege Jege Song Lyrics (জেগে জেগে) Uraan

Jege Jege Song Lyrics (জেগে জেগে) Uraan | Shreya Ghoshal | Srabanti Chatterjee | Shaheb Bhattacharjee | Srijato Bandyopadhyay | Joy Sarkar Jege Jege Song Lyrics: জে গে জেগে কত পার করে দিবারাত। আরো একবার মুঠোর মধ্যে হাত।  তোমাকে চেয়েছি চেনা রাস্তার মত,  সুরেরে শরীর মন তবু অক্ষত।  আজ রাত চলে যেও না যেও না আজ রাতে--  না না না না না না  ঠোটের শহর আদর  সইনে যেতে,  সম্মোহনের সময় হয় না মিথ্যে।  চেনা মোমদানি নিজেকে রেখেছি নিজে,  জলে নয় চোখ অপেক্ষায় লেগে ভিজে।  আজ রাতে চলে যেওনা যেওনা যেওনা আজ রাতে  দুজনের মাঝে সে নয় দাগের সুতো,  স্মৃতি ভুলে যায় দুঃখ কে ভাবি ছুতো।   ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা,  আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।  আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে।  এসো একবার শরীরের পথে পথে, ঘুরে দেখে নেই কত অঘটন ঘটে।  মরে যেতে পারি সহজেই এত চাওয়া,  বেচে নেব বলে পাশাপাশি হেঁটে যাওয়া।  আজ রাতে চলে যেও না যেও না ...

Pindare Polasher Bon Song Lyrics New Version

Pindare Polasher Bon Song Lyrics ( New Version ) Wrong Tuli Band | Jhumur Song | Folk Studio Bangla pindare polasher bon lyrics: পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন,  নেংটা  ইঁদুরে ঢোল কাটে, নেংটা  ইঁদুরে ঢোল কাটে, এ কাটে হে, বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।।  আমার বধু রাতকানা বাড়ির পথে আনাগোনা, আমার বধু রাতকানা বাড়ির পথে আনাগোনা, ভীম সারাই উঠে ভীম সারাই উঠে ধান খুঁটে হ ,  এ  খুটেঁ রে. বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।। আলতা সিন্দুরে রাঙ্গা বিহা ছেড়ে  করব   সাঙা, আলতা সিন্দুরে রাঙ্গা বিহা ছেড়ে  করব   সাঙা, দেখবো উটা  খাটে কি না খাটে, দেখবো উটা  খাটে কি না খাটে, এ খাটে রে, বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।। সুনীলের পটে চূড়া দেখিস মা ভৈরব ঘুরা, সুনীলের পটে চূড়া দেখিস মা ভৈরব ঘুরা, দিসনা বাপ  ধুলা পরের  ভাতে, দিসনা বাপ ধুলা পরের  ভাতে, এ ভাতে রে, বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।। পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, ...

Baje Gaan Lyrics - DJ Bapon Ft. Alivia Sarkar

Baje Gaan Lyrics - DJ Bapon Ft. Alivia Sarkar  মন খারাপের কারণ লাগে না কারণ লাগে না উদাস হতে যেসব কথা যায় না বলা লেখা থাকে শেষ পাতাতে হাত বাড়ালেও কেউ ধরেনা ব্যস্ত সবাই যে যার কাজে একলা আমি গান শুনে তাই যাই ডুবে যাই দুচোখ বুজে পারেনি যা ছুঁতে কেউ কোনও দিন সুরগুলো যাবে ছুঁয়ে পরবে না আর রোজকার মত গালবেয়ে জল চুয়ে সব ভালো হবে যদি কানে বাজে গান শুধু বাজে গান কানে কানে শুধু বাজে কার কাঁধে বল রাখব মাথা বা রাখবে কে হাত আমার কাঁধে মনের কথা বলব কাকে এই শহুরে বনবাসে মনের কথা আমার পাশেই কাঁদছে শুয়ে লাল মেঝেতে বলবো না থাক চাপাই থাকুক হাসি মুখের ছদ্মবেশে রাখবো না আর কোনও পিছুটান নেই রাগ নেই কোনও অভিমান সব ভালো হয়ে যাবে যদি কানে কানে বাজে গান বাজে গান  বাজে গান  বাজে গান বাজে গান পারেনি যা ছুঁতে কেউ কোনও দিন সুরগুলো যাবে ছুঁয়ে পরবে না আর রোজকার মত গালবেয়ে জল চুয়ে সব ভালো হবে যদি কানে বাজে গান শুধু বাজে গান কানে কানে শুধু বাজে Song Credits: Song: Baje Gaan Music Lyrics and Vocals: DJ Bapon Featuring  Artist - Alivia Sarkar D...

E kon notun sakal Lyrics - Subhamita Banerjee

E kon notun sakal Lyrics Subhamita Banerjee E Kon Sakal Song Lyrics Jatileswar Mukherjee-Kathay O Sure Bengali Lyricist - Jatileswar Mukhopadhyay এ কোন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়, আবার আসে নতুন কুড়ি পুরনো সেই শাখা।। সে কি জানে কানে কানে বলে আমায় অলি কত,,,,, অলক্ষী হায় আমার চোখে তারই ছবি কত শত,,,,, বুঝবে কি সেই চোখের ভাষা অজানায় ইশারায়,,, ,এ কোন নতুন সকাল আমায় আবার স্বপ্ন দেখায়।।। কত না হায় লুকোচুরি কত আড়ালে থাকো,,, তবু হলো মন চুরি জানি শুধু দিসাকা  কি করি ভেবে মরি সকাল সন্ধ্যা বেলায়।।।  এ কোন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়।।। এই পেজটি তে যদি আপনার কোনো ভুল নজরে পড়ে তবে তা উল্লেখ করে কমেন্ট বক্সে জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা সংশোধন করবো। কবিপক্ষ এর এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

The Single Anthem Song Lyrics | Keshab Monti

The Single Anthem Song Lyrics Keshab Dey  Feat- Monti Roy   Story Of Every Single Guy Official পু জোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল। পুজোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল । পুজোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল । আগমনে সাইয়া আর বিসর্জনে ভাইয়া আর খতম হল পকেটের রুপাইয়া। পুজোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল । শুরুতে ওই নখরা আর শেষের দিকে ঝগড়া আগে থেকে জানলে শালা ধোকা খেতাম না।   কেএফসির এই লম্বা বিলে   হয়ার ফেটেছে শপিংমলে  আগে যদি বুঝতাম তবে ফকির হতাম না । বাপের পকেট ফাঁকা করে থিয়েটারের লম্বা ভিড়ে কত রকম নাটক বাজি কেউ তো জানেনা। জাস্ট ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড বাবু সোনা মনা তোমায় ছাড়া আমার ভালো লাগেনা। নিজের মনে কয়লাখনি সবাই ভাবে নাকচিমনি সুযোগ পেলে ভাই দুটো নাম্বার দে না। হাত ধরে খুব ঘোরা পুজোর দিনে রেস্তোরাঁ সবশেষে ভরসা আমার এক কাপই চা। পুজোর সময় মি...

Phire Asar Gaan Lyrics | Shaoni | Bong Studi

Phire Asar Gaan Lyrics   Shaoni The Bong Studio Originals Krish Bose The Bong Media ব লেনি কেউ তোমাকে রেখে যেতে পিছুটান তুমি তও রেখেযাও ঘরে ফিরে আসার গান বলে সবাই তোমাকে রেখে যেতে অভিমান                  তুমি তও রেখেযাও ঘরে ফিরে আসার গান                  তবুও মাঝে মাঝে মনেহয় ভুল                  এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার                  মিশেযাবে আমাদের এই পথ ভালোবাসার                  তবুও মাঝে মাঝে মনের সুর                  কবিতা  জুড়ে জুড়ে লিখে গেলে গান                  মিলেযাবে আমাদের এই পথ ভালোবাসায়                  এই রাতের আধার রঙিন আলোতে ফুরিয়ে যাবে        ...

Toke Chai Song Lyrics | Timir Biswas

Toke Chai Song Lyrics: Teko (টেকো) Ritwick Chakraborty Srabanti Timir Biswas SEE THE IMAGE খা মখেয়ালি চিন্তারা তোর নেশাতে দেয় সাড়া বেহিসাবি মনে মেজাজে  তোর খেয়ালে পথ হারাই                    একমুঠো আবিরের লালে হৃদয়ের লুঠতরাজ                    উড়তেচায় তোকে পেলে সে                    আদরেই পক্ষীরাজ।                    রাঙা পলাশে যদি ডাক আসে                    তোরই আকাশে ভেসে যাই                    আলো আঁধারে নীল পাহাড়ে                    পাতা বাহারে তোকে চাই  তোকে চাই                    একপলকে সব হারিয়ে যাবে             ...

Dil Ki Doya Hoyna Folk With Rap lyrics

Dil Ki Doya Hoyna দিল কি দয়া হয়না | The Folk Diaryz ft EPR Iyer | Bangla Folk With Rap . এই খেলাঘর ভাঙ্গবে এই খেলাঘর ভাঙ্গবে তবে কেনইবা ঘর বাঁধলে সবাইকে কাঁদালে যত নিজেও ততো কাঁদলে এই খেলাঘর ভাঙ্গবে তবে কেনইবা ঘর বাঁধলে সবাইকে কাঁদালে যত নিজেও ততো কাঁদলে কাঁটার আঘাত দাওগো যারে কাঁটার আঘাত দাওগো যারে কাঁটার আঘাত দাওগো যারে ফুলের আঘাত তার সয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না দিন দুনিয়ার মালিক খোদা  দিলকি দয়া হয়না দিন দুনিয়ার মালিক খোদা  দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না কাঁটার আঘাত দাওগো যারে কাঁটার আঘাত দাওগো যারে কাঁটার আঘাত দাওগো যারে ফুলের আঘাত তার সয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না তোমার দিলকি দয়া হয়না [ Rap ] Tin hapte hardin sikhake mayne sirf gharpe soya dai ankh me huie jo surgery pahosdanda khoya hochuka jo honeko tha or jo honeko he horaha kore kagajome boleto me a...

বন্ধু Bondhu Song Lyrics Joler Gaan জলের গান Noyon Joler Gaan

বন্ধু গান Bondhu  Joler Gaan  জলের গান  Noyon Joler Gaan  নয়ন জলের গান বন্ধুরে তোর লাগি আমার মনটা কেমন করে আয় বন্ধু দেখ একটা পাখি আমার পাজরে বন্ধুরে তোর লাগি আমার মনটা কেমন করে আয় বন্ধু দেখ একটা পাখি আমার পাজরে আই---- আই     আই আই  ও আইসো বন্ধু আমার পাশে বসিও আই---- আই     আই আই  ও আইসো বন্ধু আমার পাশে বসিও বন্ধুরে তো গোলা ভরা ধান উঠান ভাষা চাঁন্দের আলো আমি বান্ধি বেসুরে গান তুই গাইলে তাও ভালো বন্ধুরে তো গোলা ভরা ধান উঠান ভাষা চাঁন্দের আলো আমি বান্ধি বেসুরে গান তুই গাইলে তাও ভালো আই---- আই     আই আই  ও আইসো বন্ধু আমার পাশে বসিও আই---- আই     আই আই  ও আইসো বন্ধু আমার পাশে বসিও বন্ধুরে তোর চোখের কোনে স্বপ্ন বান্ধে বাসা তুই আছিস তাই আমিও বাঁচি এইতো ভালোবাসা বন্ধুরে তোর চোখের কোনে স্বপ্ন বান্ধে বাসা তুই আছিস তাই আমিও বাঁচি এইতো ভালোবাসা আই---- আই     আই আই  ও আইসো বন্ধ...

Oe J Ashe Song Lyrics | Brihonnola | One Body, Two Souls

Oe J Ashe - Brihonnola - One Body , Two Souls | Susmita Pan, Puja Das, Dipannita Kundu & Sekhar Das ঐ যে আসে পক্ষীরাজের নতুন দেশের রাজা দেশেতে তাহার নাইজে গরিব নাইজে দুঃখী প্রজা ঐ যে আসে পক্ষীরাজের নতুন দেশের রাজা দেশেতে তাহার নাইজে গরিব নাইজে দুঃখী প্রজা সবার মুখে একই হাসি একই রাজার নীতি আমার সোনা দেখবে যে আজ তারই দেশের রীতি ঐ যে আসে পক্ষীরাজের নতুন দেশের রাজা দেশেতে তাহার নাইজে গরিব নাইজে দুঃখী প্রজা আইন কানুন নাই সেখানে নিজে কোনো বিধি যে যার মতো ঘোরে ফেরে নাচে যে যার খুশি আইন কানুন নাই সেখানে নিজে কোনো বিধি যে যার মতো ঘোরে ফেরে নাচে যে যার খুশি সূর্যি মামা দেয়যে হামা নিজের ঘরের দিকে সোনা আমার ভয় পেয়োনা সে আসবে আবার ফিরে সূর্যি মামা দেয়যে হামা নিজের ঘরের দিকে সোনা আমার ভয় পেয়োনা সে আসবে আবার ফিরে হম। ............................ সোনা আমার ভয় পেয়োনা সে আসবে আবার ফিরে তোমার সোনা ভয় পাবেনা থাকলে তুমি পাশে সোনা আমার ভয় পেয়োনা সে আসবে আবার ফিরে

Kaacher Bhromor Song Lyrics

Kaacher Bhromor | Full Video Song | Moitry | The Bong Studio Originals | Krish Bose আ মার মনের ক্ষত, উঠবে কি আর সেরে? বন্ধুরে মোর, কাছের ভ্রমর কবেই গেছে ছেড়ে । আমার নামেই যত প্রাণের কথা সেরে বন্ধুরে মোর, কাছের ভ্রমর কবেই গেছে ছেড়ে । কবেই গেছে ছেড়ে... মন পিছু ছেড়ে তার কাছে যাবে সে তো জানেই, আমায় পাশে পাবে সে তো ডাকলো না, পাশে থাকলো না, তাকে বোঝাই কিভাবে? মনেমনে সে কি চাইতো আমাকে? একাকী সে আজও কার ছবি আঁকে? মন জানলো না বাধা মানলো না হারিয়েছি তাকে । পুরনো অভ্যাসে, সবাই ফিরে আসে বন্ধুরে মোর, কাছের ভ্রমর নেই যে আমার পাশে । আমার মনের ক্ষত, উঠবে কি আর সেরে? বন্ধুরে মোর, কাছের ভ্রমর কবেই গেছে ছেড়ে। [English] Anar moner khato, Uthbe ki ar sere? Bandhure mor, Kaacher Bhromor Kabei gache chere. Amar namei jato Praner katha sere Bandhu mor, Kaacher Bhromor Kabei gache chere. Kabei gache chere………. Mon pichu   chere tar kache jabe Se to janei, Amay pase pabe Se to daklo na, Pase thaklo na, Take bojhai kivabe? Mone mone se...

Jani Dekha Hobe Song lyrics

Jani Dekha Hobe Song lyrics                                               Jani Dekha Hobe Song lyrics: মেলেছ চোখ, উড়েছে ধুলো দূরের পালক তোমাকে ছুঁলো তবু আজই আমি রাজি চাপা ঠোঁটে কথা ফোঁটে, শোনো আমাকে রাখো চোখের কিনারে গোপন মিনারে हो जो वादा किया वो निभाना पड़ेगा रोके ज़माना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा ঘুম ভেঙে কিছু মেঘলা দিনও হোক ওড়নার পাশে Safety Pin-ও হোক বিকেলের নাম Al Pacino হোক খেয়ালি ছাতে কফিকাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন চুপিচুপি কেঁদে রোদপোহানো দিন ভালো হয় যদি সঙ্গে আনো দিন যে কোনো রাতে জানি দেখা হবে ঠোঁটের ভেতরে ঘুমের আদরে চকমকে মনে মোম জ্বালাতে চাই দিনে balcony বৃষ্টি রাতে চাই পিছুডাকে ঘুম সাজাতে চাই বিছানা ঘিরে ছোট lampshade, অল্প আলো তার চুল খুলে কে যে রূপ বাড়ালো তার তুমি বোঝো নাকি মন্দ ভালো তার? যেও না ফিরে জানি দেখা হবে রাতের সোহাগে তোমার পর...

Pyaar toh tha | प्यार तोह था | Song lyrics | BALA movie song

Pyaar toh tha | प्यार तोह था | Song lyrics | BALA movie song    Chithi khabhar teri mitthi Firdi hawa le aayi Kendi ve door rehndi aan... Dil vich rakhiya main teri Ishqan di gallan saari Padh padh din raat main thakiya Pyaar toh tha ab Pyaar hi hai ab Pyaar hamesha hi rahega Tu mera tha tab Tu mera hai ab Mera hamesha hi rahega Jaane tu jaane, maane na maane Jaane tu jaane, maane na maane Ek din tu bhi ye kahega Pyaar toh tha ab Pyaar hi hai aur Pyaar hamesha hi rahega Hmm.. tu mera tha tab Tu mera hai ab Mera hamesha hi rahega Ho... Pyaar chupaaye chhipta nahi Pyaar huaa to rukta nahi Pyaar naseebon se milta hai Pyaar sabhi se hota nahi Pyaar tera dard banke Mere dil mein rahega Dard mera pyaar banke Tera hi tera rahega Dard toh tha tab Dard hi hai ab Dard hamesha hi rahega Hmm.. tu mera tha tab Tu mera hai ab Mera hamesha hi rahega Jaane tu jaane, maane na maane Jaane tu ja...

Naagin | नागिन | Song Lyrics | Vayu, Aastha Gill

Naagin |  नागिन |  Song Lyrics |  Vayu, Aastha Gill song It's been long... Teri been sune pardesi It's been long... Teri been sune pardesi Naagin gin gin gin gin... mar gayi Naagin gin gin gin gin... mar gayi Sajna bin tere Lage aangan tedhe Main naach na jaanu ik ratti, anymore Lehraana bhooli Ithlaana bhooli Ghar aaja na don't you love me anymore It's been long... Teri been sune pardesi It's been long... Teri been sune pardesi Naagin gin gin gin gin... mar gayi Naagin gin gin gin gin... mar gayi ( Naagin gin gin gin gin... mar gayi) ( Naagin gin gin gin gin... mar gayi) Miss karti rehti tujhko Par tu mera phone na pakde I'm the queen of the jungle Phir mujhse zyada tere nakhre Miss karti rehti tujhko Par tu mera phone na pakde I'm the queen of the jungle Phir mujhse zyada tere nakhre Itna bhi tu bhaav na kha O udte musafir floor pe aa Aa karke dekh le Kaise yaad kar...

Azadi - आज़ादी - Gully Boy Song Lyrics | DIVINE

Azadi -  आज़ादी   -  Gully Boy Song Lyrics  | DIVINE  Bhukhmari se, azadi Haan bhed bhaav se, azadi Haan pachhwaad se, azadi Hum leke rahenge, azadi Tum kuchh bhi kar lo, azadi Azadi... Azadi... Azadi... [Chorus:] Ho tera pinjra mein jaal ni khana Parindeya ne udd jaana tera pinjra Tera mukk jaana sara lana baana Parindeya ne udd jaana tera pinjra Ho tera pinjra mein jaal ni khana Parindeya ne udd jaana tera pinjra Tera mukk jaana sara lana baana Parindeya ne udd jaana tera pinjra [Verse 1: Divine] Haan, Bahot baithe chupchaap Kya ghante ka insaaf Desh kaise hoga saaf Inki neeyat main hai daag Sirf karte rahenge baat Alag shakal wahi jaat Vote milne par ye khaas Phir gayab pure saal Haan mera bhai hai toh noto ki sarkar hai na Note se banate aapne beto ko ye star hai na Kitne bekaar kyun ye aapas mein jhankaar hai na Baaki pura desh dube inki naiyaa paar hai na Achhi vidya ch...

Asli Hip Hop - Lyrics Gully Boy

Asli Hip Hop Lyrics | Gully Boy | Ranveer Singh | Alia Bhatt   Thanda kuch nahi sab garam hi garam hai Angaar hai, angaar hai 2 by 4, 2 se 4 hai O ho… Ab karo D-Cypher bhai! (Old school, Old school wala flow) Khada hoon kaise main yahan pe Ab na puchna, dard shayri mein Tujhko chahiye saboot kya Shikhar yeh soch par Juda hoon main zameen se Yaqeen tumko na par aage aaya main yakeen se Laakh nafratein hon saath Maa ka pyaar hai Hansi hai uski jeet meri kaise jaau haar main Kaat lo zubaan aansuon se gaaunga Gaad do, beej hoon main ped ban hi jaunga (Aaho) Dil tha toota tab Hip-Hop mere saath tha Ujaale milne mein mujhe Haan raat ka hi haath tha Kalakaar main, kal ko aakar doon Yehi hai mera dharm Meri dusri koi jaat na Maa hai Rabb meri Gali yeh meri mashooqa Ladka aida main, jhukane par bhi na jhuka Sun rahe jo mujhko beshumaar pyaar unse Banata geet main Par main khud bana hoon tumse Gaur karlo meri...