Dec 10, 2019

E kon notun sakal Lyrics - Subhamita Banerjee

E kon notun sakal Lyrics
Subhamita Banerjee
E Kon Sakal Song Lyrics Jatileswar Mukherjee-Kathay O Sure
Bengali Lyricist - Jatileswar Mukhopadhyayএ কোন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়,
আবার আসে নতুন কুড়ি পুরনো সেই শাখা।।

সে কি জানে কানে কানে বলে আমায় অলি কত,,,,, অলক্ষী হায় আমার চোখে তারই ছবি কত শত,,,,, বুঝবে কি সেই চোখের ভাষা অজানায় ইশারায়,,,
,এ কোন নতুন সকাল আমায় আবার স্বপ্ন দেখায়।।।

কত না হায় লুকোচুরি কত আড়ালে থাকো,,,
তবু হলো মন চুরি জানি শুধু দিসাকা
 কি করি ভেবে মরি সকাল সন্ধ্যা বেলায়।।।
 এ কোন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়।।।


এই পেজটি তে যদি আপনার কোনো ভুল নজরে পড়ে তবে তা উল্লেখ করে কমেন্ট বক্সে জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা সংশোধন করবো। কবিপক্ষ এর এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।