Baje Gaan Lyrics - DJ Bapon Ft. Alivia Sarkar
কারণ লাগে না উদাস হতে
যেসব কথা যায় না বলা
লেখা থাকে শেষ পাতাতে
হাত বাড়ালেও কেউ ধরেনা
ব্যস্ত সবাই যে যার কাজে
একলা আমি গান শুনে তাই
যাই ডুবে যাই দুচোখ বুজে
পারেনি যা ছুঁতে কেউ কোনও দিন
সুরগুলো যাবে ছুঁয়ে
পরবে না আর রোজকার মত
গালবেয়ে জল চুয়ে
সব ভালো হবে যদি কানে বাজে গান
শুধু বাজে গান কানে কানে শুধু বাজে
বা রাখবে কে হাত আমার কাঁধে
মনের কথা বলব কাকে
এই শহুরে বনবাসে
মনের কথা আমার পাশেই
কাঁদছে শুয়ে লাল মেঝেতে
বলবো না থাক চাপাই থাকুক
হাসি মুখের ছদ্মবেশে
রাখবো না আর কোনও পিছুটান
নেই রাগ নেই কোনও অভিমান
সব ভালো হয়ে যাবে যদি কানে কানে বাজে গান
বাজে গান বাজে গান বাজে গান বাজে গান
পারেনি যা ছুঁতে কেউ কোনও দিন
সুরগুলো যাবে ছুঁয়ে
পরবে না আর রোজকার মত
গালবেয়ে জল চুয়ে
সব ভালো হবে যদি কানে বাজে গান
শুধু বাজে গান কানে কানে শুধু বাজে
Song Credits:
- Song: Baje Gaan
- Music Lyrics and Vocals: DJ Bapon
- Featuring Artist - Alivia Sarkar
- Direction & Concept - Pratik Bhattacherjee
- Story- Pratik Bhattacherjee, Alivia Sarkar
- DOP & Editing- Avijit Nag
- Team PB Studios- Suman Mistri, Vaibhav Agarwal
- Costume- Avijit Dutta, Make up- Arnab Das
- Colour Correction - Subhodeep Majumdar
- VFX and Animation - Anirban Das Atanu Bera
- Mixing & Mastering - Pratik Pradhan Recorded at The Sound Studio
- Digital Partner - Angel Digital
- Location Partner: Cafe By The Lane