Moheener Ghoraguli - O Ganga Song Lyrics
এগিয়েছি যে অনেক
বয়ে বাসনা মোর একের পরে এক
মনে হঠাৎ যেন আজ হলো খেয়াল
কেটেছে কাল ভেসে শুধুই আমার স্রোতেরই দোলায়।
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
ভাবি এখন ছিল কোথায় যে যাওয়ার
বুনে আসার তরী শুধুই কি বাওয়ার
বুঝি নিশানা তার সুদূর দিগন্তের
আছে কি নেই কোনো সুখের হদিস কিজানি কোথায়।
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
মন গিটারে তাই সহজ ছুল সুর
মনে চাইনা যেতে আর তো বহুদূর
আছি যেথায় বাধা সেথায় যেন বেশ
বেঁধেছি দেশ তাই ভালোবাসার আর কে বেশি পায়।
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
Written by - Arunendu Das
Artist and album - Moheener Ghoraguli, Abar Bochhor Kuri Por
Covered by -
Singers:
Sulagna Banerjee
Anny Ahmed
Mouli Bhattacharya
Rajoshi Bhattacharyya
Amrita
Melodica: Sreyasha Sengupta
Guitar: Amrita
Videography, concept, and editing by Malini Chakravarty
Recorded, mastered and mixed by Upal Sengupta
O Ganga Song Lyrics:
ভেবে ছিলেমএগিয়েছি যে অনেক
বয়ে বাসনা মোর একের পরে এক
মনে হঠাৎ যেন আজ হলো খেয়াল
কেটেছে কাল ভেসে শুধুই আমার স্রোতেরই দোলায়।
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
ভাবি এখন ছিল কোথায় যে যাওয়ার
বুনে আসার তরী শুধুই কি বাওয়ার
বুঝি নিশানা তার সুদূর দিগন্তের
আছে কি নেই কোনো সুখের হদিস কিজানি কোথায়।
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
মন গিটারে তাই সহজ ছুল সুর
মনে চাইনা যেতে আর তো বহুদূর
আছি যেথায় বাধা সেথায় যেন বেশ
বেঁধেছি দেশ তাই ভালোবাসার আর কে বেশি পায়।
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়
ও....... গঙ্গা।.......
তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায়
কোখোনো জোয়ারে আর কখনো ভাটায়
জানি রয়েছ দুতীরে বাধা হায়।
O Ganga Song Lyrics Credits:
Song - O GangaWritten by - Arunendu Das
Artist and album - Moheener Ghoraguli, Abar Bochhor Kuri Por
Covered by -
Singers:
Sulagna Banerjee
Anny Ahmed
Mouli Bhattacharya
Rajoshi Bhattacharyya
Amrita
Melodica: Sreyasha Sengupta
Guitar: Amrita
Videography, concept, and editing by Malini Chakravarty
Recorded, mastered and mixed by Upal Sengupta
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন