Kache Ashar Golpo Song Credit:
- Song : Kache Ashar Golpo
- Singer : Borno Chakroborty
- Music : Borno Chakroborty
- Lyrics : Borno Chakroborty
- Label : HUEZ STUDIO
Kache Ashar Golpo Song Lyrics:
ঝুম বৃষ্টি শহর জুড়ে
কাকভেজা গাছের আড়ালে,
তুই আর আমি, ধোঁয়াশা হৃদয় জুড়ে
মনটা চায় তোকে ছুঁই,
একটু, একটুখানি।
হুঁ.. লাজুক ওই চোখে খুন হয়ে যাই
আমি হেরে যাই বারেবারে,
চল ভিজে যাই দু'জনে,
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে ..
চল ভিজে যাই দু'জনে,
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে, আদরে।
মেঘ বলেছে, সারাবেলা হবে লুকোচুরি
পাখিরা ভিজে ভিজে
গান গেয়ে যায়, করে মনচুরি।
ভেজা চুলের অভিমানে
একটু তোকেই কাছে পাওয়া..
চল ভিজে যাই দু'জনে,
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে ..
চল ভিজে যাই দু'জনে,
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে,
আদোরে, আদোরে..
কাকভেজা গাছের আড়ালে,
তুই আর আমি, ধোঁয়াশা হৃদয় জুড়ে
মনটা চায় তোকে ছুঁই,
একটু, একটুখানি।
আমি হেরে যাই বারেবারে,
চল ভিজে যাই দু'জনে,
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে ..
চল ভিজে যাই দু'জনে,
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে, আদরে।
মেঘ বলেছে, সারাবেলা হবে লুকোচুরি
পাখিরা ভিজে ভিজে
গান গেয়ে যায়, করে মনচুরি।
ভেজা চুলের অভিমানে
একটু তোকেই কাছে পাওয়া..
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে ..
চল ভিজে যাই দু'জনে,
লাল-নীল এই শহরে
কাছে আসার গল্প হবে আদরে,
আদোরে, আদোরে..