Mohuya Song Lyrics in Bengali:
আমি মহুয়াআমি মহুয়া
আমি মহুয়া হবো যাত্রাপালার
চাই একজন নদের চাঁদ।
মহুয়া
আমি মহুয়া হবো যাত্রাপালার
চাই একজন নদের চাঁদ।
নিশীতে গান শোনাবো
রঙ্গিলা নাচ দেখাবো
রাখিব প্রেম আদরে
হৃদয়ে নোলক করে।
ভালোবাসি দেবো বোলে
মোনের মতো মানুষ পেলে
মহুয়া
আমি মহুয়া
ষোড়শী মন সেতো বেঁধে রাখা যায় না
ধরে আমার কাছে বন্ধু পাবার বায়না
ষোড়শী মন সেতো বেঁধে রাখা যায় না
ধরে আমার কাছে বন্ধু পাবার বায়না
রঙ্গিলা নাচ দেখাবো
রাখিব প্রেম আদরে
হৃদয়ে নোলক করে।
প্রেমের সুধা দেবো ঢেলে
মোনের মতো মানুষ পেলে
মহুয়া
আমি মহুয়া
উদাসী চোখ আমার বন্ধু খুঁজে মরে রে
বসন্ত যায় চলে একলা একা ঘরে রে
উদাসী চোখ আমার বন্ধু খুঁজে মরে রে
বসন্ত যায় চলে একলা একা ঘরে রে
নিশীতে গান শোনাবো
রঙ্গিলা নাচ দেখাবো
রাখিব প্রেম আদরে
হৃদয়ে নোলক করে।
স্বপ্নের কথা বলবো খুলে
মোনের মতো মানুষ পেলে
মহুয়া
আমি মহুয়া
আমি মহুয়া
আমি মহুয়া
আমি মহুয়া হবো যাত্রাপালার
চাই একজন নদের চাঁদ।
মহুয়া
আমি মহুয়া হবো যাত্রাপালার
চাই একজন নদের চাঁদ।
নিশীতে গান শোনাবো
রঙ্গিলা নাচ দেখাবো
রাখিব প্রেম আদরে
হৃদয়ে নোলক করে।
ভালোবাসি দেবো বোলে
মোনের মতো মানুষ পেলে
মহুয়া
আমি মহুয়া
Mohuya Song Credits:
Song: Mohua (মহুয়া)Singer: Kona
Lyric: Shohag Waziulla
Tune: Bulbul Bhuiyan
Music: Zahid Bashar Pankaj
Album: Eai Nibedon
Language: Bangla
Label: Agniveena