Home
/
Anupam Roy
/
Bengali Movie Song Lyrics
/
Dwitiyo Purush
/
Rupam Islam
/
Srijit Mukherji
/
/
Aami Aachhi Lyrics (আমি আছি) | Rupam Islam
Aami Aachhi Lyrics (আমি আছি) | Dwitiyo Purush | Rupam Islam | Anupam Roy | Srijit Mukherji | SVF
কোনো আড়াল করতে চাও
তোমার পাকস্থলীর ভেতর
আমায় খাবার করেনাও।
আমি আছি আমি আছি
কোনো হঠাৎ ভুলতে চাও
তোমার রাত জাগা কবিতায়
অন্তমিলে আমায় পাও।
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা ধরতে হয়।
এখনো তুমি আমায় চিনতে চাওনা
এখনো তোমার বাক্স ভরা ভয়
এখনো তুমি অসিকারে বন্দি
জানোনা তুমি নিজের পরিচয়।
আমি আছি আমি আছি
তোমার মোড়ের মাথায় গান
তোমার খুনোখুনির গলি
তোমার থেতলে যাওয়া প্রাণ।
আমি আছি আমি আছি
তোমার প্রতিশোধের ভুল
তোমার শেষেও আমি থাকবো
তোমার চিতাতে আগুন।
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা ধরতে হয়।
এখনো তুমি আমায় চিনতে চাওনা
এখনো তোমার বাক্স ভরা ভয়
এখনো তুমি অসিকারে বন্দি
জানোনা তুমি নিজের পরিচয়।
Aami Aachhi Lyrics:
আমি আছি আমি আছিকোনো আড়াল করতে চাও
তোমার পাকস্থলীর ভেতর
আমায় খাবার করেনাও।
আমি আছি আমি আছি
কোনো হঠাৎ ভুলতে চাও
তোমার রাত জাগা কবিতায়
অন্তমিলে আমায় পাও।
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা ধরতে হয়।
এখনো তোমার বাক্স ভরা ভয়
এখনো তুমি অসিকারে বন্দি
জানোনা তুমি নিজের পরিচয়।
আমি আছি আমি আছি
তোমার মোড়ের মাথায় গান
তোমার খুনোখুনির গলি
তোমার থেতলে যাওয়া প্রাণ।
আমি আছি আমি আছি
তোমার প্রতিশোধের ভুল
তোমার শেষেও আমি থাকবো
তোমার চিতাতে আগুন।
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা ধরতে হয়।
এখনো তুমি আমায় চিনতে চাওনা
এখনো তোমার বাক্স ভরা ভয়
এখনো তুমি অসিকারে বন্দি
জানোনা তুমি নিজের পরিচয়।
Aami Aachhi song Credits:
- Singer: Rupam Islam
- Music & Lyrics: @Anupam Roy
- Arrangement and Guitar: Anupam Roy
- Drums: Sandipan Parial
- Bass: Kaustav Biswas
- Additional Programming: Shamik Chakravorty
- Instruments Recorded by Subhranil Basu, Ananjan Chakraborty, Debojit Sengupta, Rudrarup
- Vocals Recorded by Prasenjit Pom Chakraborty
- Mixed & Mastered by Prasenjit Pom Chakraborty
تعليقات
إرسال تعليق