বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল
সেতো ভাইয়ের রক্ত,
আমার মায়ের কান্না গুলো
করবে কিভাবে ব্যক্ত।
বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল
সেতো ভাইয়ের রক্ত।
কত শহীদের বলিদানে আজ
হৃদয়ের কুল সিক্ত,
রাজপথ জুড়ে মৃত্যু মিছিল
আমার ভাইয়ের রক্ত।
বাংলা ভাষায় , বাংলা গানে
বাংলা কথার সুরে।
শহীদের গন্ধ যে পাই,
হৃদয়ে অন্ত: পুরে।
বাংলায় হাঁসি,
বাংলায় কাঁদি,
বাংলায় অভিমান।
বাংলা আমার মায়ের ভাষা
ভাইয়ের বলিদান।
বাংলা আমার মায়ের ভাষা
ভাইয়ের বলিদান।
বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল
সেতো ভাইয়ের রক্ত ,
আমার মায়ের কান্না গুলো
করবে কিভাবে ব্যক্ত।
বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল
সেতো ভাইয়ের রক্ত।
Banglar Okkhore Okkhore Lyrics - 21 February Song
Song - Banglar Okkhore Okkhore
Vocal - Azahar Ali
Lyrics - Avijit Lahiri
Tune - Azahar Ali & Avijit Lahiri
Music Arrangement - Bikram Mitra
Audio label- Audiogear recording Studio
Drawing Video: Crafty Duniya
Video edit and Mix - Saif Zohan
Special Thanks - Tansubha Farhin
Label: Folk Studio Bangla