Tui Ke Amar Lyrics | Keshab Dey | তুই কে আমার | Bengali Love Song | Toke Din Dupure | Heart Touching Song
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তোকে ভাবতে চেয়ে মনে
যদি প্রেম হতো কেমন হয়,
তবে অন্য কিছু ভাবছি ইশারায়।
বেহায়া মন কেন খোঁজে অকারণ তোকে
সাজানো গল্পেরা শুধু যে তোকেই ঘিরে
স্বপ্ন হাজার বুনে যাই ..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
আমার জীবনে যা ছিলো সবই
না পাওয়া রূপকথা,
অজানা স্বপ্নেরই দেশে যেন
খুঁজি তোর ঠিকানা।
নিজেকে বুঝেছি নতুন করে তোমায় পেয়ে
অগোছালো দিন গুলো
চায় যেতে তোমার হতে
জেগে আছি রাত পাহারায়..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
অল্প আলোতে মেঘেদের দেশে
চল উড়ে বেড়াই,
অজানা খামে সেই চেনা নাম
দেখে তোর চিঠি পাই।
জানিনা কিভাবে ক্ষনে ক্ষনে
সব ভুলে যাই,
হয়তো তোমারই কাছে
বারেবার যেতে চাই,
খুশির চাদর উড়ে যায়..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তোকে ভাবতে চেয়ে মনে
যদি প্রেম হতো কেমন হয়,
তবে অন্য কিছু ভাবছি ইশারায়।
বেহায়া মন কেন খোঁজে অকারণ তোকে
সাজানো গল্পেরা শুধু যে তোকেই ঘিরে
স্বপ্ন হাজার .বুনে যাই ..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
Vocal & Music : Keshab Dey (KD)
Lyrics : Keshab Dey & Badal Paul
Vox Dubb : Banti
Videography : Biplab Tubai Ghosh
Edit : Pallab Ghosh & Prabor Pro
Tui Ke Amar Lyrics:
তোকে দিন দুপুরে দেখেওযদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তোকে ভাবতে চেয়ে মনে
যদি প্রেম হতো কেমন হয়,
তবে অন্য কিছু ভাবছি ইশারায়।
বেহায়া মন কেন খোঁজে অকারণ তোকে
সাজানো গল্পেরা শুধু যে তোকেই ঘিরে
স্বপ্ন হাজার বুনে যাই ..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
না পাওয়া রূপকথা,
অজানা স্বপ্নেরই দেশে যেন
খুঁজি তোর ঠিকানা।
নিজেকে বুঝেছি নতুন করে তোমায় পেয়ে
অগোছালো দিন গুলো
চায় যেতে তোমার হতে
জেগে আছি রাত পাহারায়..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
অল্প আলোতে মেঘেদের দেশে
চল উড়ে বেড়াই,
অজানা খামে সেই চেনা নাম
দেখে তোর চিঠি পাই।
জানিনা কিভাবে ক্ষনে ক্ষনে
সব ভুলে যাই,
হয়তো তোমারই কাছে
বারেবার যেতে চাই,
খুশির চাদর উড়ে যায়..
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তোকে ভাবতে চেয়ে মনে
যদি প্রেম হতো কেমন হয়,
তবে অন্য কিছু ভাবছি ইশারায়।
বেহায়া মন কেন খোঁজে অকারণ তোকে
সাজানো গল্পেরা শুধু যে তোকেই ঘিরে
স্বপ্ন হাজার .বুনে যাই ..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
Tui Ke Amar Song Credits:
Song : Tui Ke AmarVocal & Music : Keshab Dey (KD)
Lyrics : Keshab Dey & Badal Paul
Vox Dubb : Banti
Videography : Biplab Tubai Ghosh
Edit : Pallab Ghosh & Prabor Pro
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন