Tumi Bhule Gecho Amake Lyrics:
আমার গল্প এখন তুমিশোনাও বলো কাকে?
আমিও তো হারায় যাবো
নতুন কোনো ডাকে,
নাইবা আমার খবর নিলে
ব্যস্ত তোমার জিবন,
আমিও তো হারায় যাবো
নতুন কোনো গানে।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবে না দূরে।
চাইলে তুমি আমায় ভালোবাসিতে
আবার চাইলে কেন অবহেলায় জড়াতে,
এ কেমন মায়া আমি ভুলিতে পারিনা
ভালোবাসা কোনো বাধা মানেনা।
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবেনা দূরে।
কিছু অভিমান আর কিছু পিছুটান
এই নিয়ে গল্পটা হয়ে যাবে শেষ,
তুমি চলে গেলে ঠিকই তোমার মতো
কেন মুছে যাওনি মায়া রেস।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবেনা দূরে।
Tumi Bhule Gecho Amake Song Credits:
Song : Tumi Bhule Gecho AmakeDrama : Valobasha Mitthe
Vocal, Lyrics & Tune : Samz Vai
Music : Tanzil Hasan
Directed by : Fahrian Chowdhury Tonmoy
Cinematography : Nahian Belal
Edit : Imratul Islam
Production : Sumon Patwary
Post Production : Eagle Creative House
Label : Eagle Music Video Station