التخطي إلى المحتوى الرئيسي

Dipto Bedonapat Lyrics (দীপ্ত বেদনাপাত) Tabib Mahmud Rap Song

Home / Tabib Mahmud / বাংলা গান লিরিক্স / / Dipto Bedonapat Lyrics (দীপ্ত বেদনাপাত) Tabib Mahmud Rap Song

Dipto Bedonapat Lyrics by Tabib Mahmud :

Dipto Bedonapat Song Is Sung by Tabib Mahmud Bangla Rap Song. Song Lyrics In Bengali Written by  Tabib Mahmud.

Song : Dipto Bedonapat
Vocal, Music,  Lyrics &Tune : Tabib Mahmud
Cinematography : Rifat Jahan Shaon
Directed by : Tabib Mahmud

Dipto Bedonapat Song Lyrics In Bengali :

তোমাকে দেখেছি স্বপ্নের জাল বুনে
এক কাপ চা হাতে উড়ছে ধোঁয়া,
বর্ষার ঝুম ঝুম বৃষ্টির শেষে ছিলো
হৃদয় কাপানো এক হিমেল হাওয়া।

রঙধনু কালো চুল, কান খোলা
ভেবছো কি আমি কবি মনভুলা?
তোমার দু'চোখে ছিলো বৈশাখি ঝর
দেখা হলো ঠিক তবে বহুদিন পর।

চোখে চোখ পড়ে গেলে লজ্জায় ফিরে যাই
জয়ী হতে এসে কেনো বারবার হেরে যাই,
খাদহিন অভিমান বিলি করে দিতে চাই
খানিকটা কাছে এসে অনেকটা দূরে যাই।

এক কাপ চা শেষে দুই কাপ শুরু হয়
স্বপ্নের মায়াজাল এইভাবে বুনা হয়,
কিছুটা সময় তাই লজ্জাকে ভুলে যাই
আমি ওই দেহে নয় ভাবনায় ছুঁয়ে যাই।

একলা থাকার অভ্যাস 
তাই আসিনা কাছে,
আমি আজ সবকিছু খুঁজে নিতে চাই
নিজের মাঝে।।

আমার দীপ্ত বেদনাপাত 
আমার কান্নায় ভেজা রাত,
আমার আবেগী স্বচ্ছ মন 
আমার হৃদয়ে বজ্রপাত। 

আমার ভিজে উঠা চোখজল 
আমার হারানো সে মনোবল,
আমার নিষ্পাপ মনে কলঙ্কদাগ
অশরীরী কোলাহল।

আমার ছোটো ছোটো শত ভুল 
আমার শেকড় ছিন্নমূল,
আমার খামখেয়ালীর অবুঝ সময়
ষোলো বছরের ফুল, 
আমার তপ্ত রোদের ঘাম 
আমার ডাকটিকিটের দাম 
আমার ক্ষণিক সময় থমকে যাওয়া
নিষ্ঠুর বিশ্রাম।

আমার কান্নার অতীত স্মৃতি 
আমার নিষ্প্রেশনের ভীতি,
আমার হঠাৎ করেই নিভে যাওয়া সেই
নিয়ন আলোর বাতী।
আমার উচ্ছলাছল মন 
আমার নিষ্পাপ সেই ক্ষণ, 
আমি ভুলে যেতে চাই আমার অতীত
মনের নির্যাতন।

তুমিতো সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবী জুড়ে দীপ্তিমান
কেনো পরাজয় পারোনা মানতে 
পরাজয় মানে শক্তিমান,
যদি হয় ভয় সাহস যোগাও 
তুমিই তোমার আপন জন,
যেজন চিনেনা নিজেকে সেজন 
ধুকে ধুকে মরে সর্বক্ষণ।

একলা থাকার অভ্যাস 
তাই আসিনা কাছে,
আমি আজ সবকিছু খুঁজে নিতে চাই
নিজের মাঝে।।

দীপ্ত বেদনাপাত লিরিক্স - তাবিব মাহমুদ :

Tomake dekhechi shopner jaal bune
Ek cup chaa haate urche dhowa
Borshar jhum jhum bristir sheshe chilo
Hridoy kapano ek himel hawa
Rongdhanu kalo chul kaan khola
Vebecho ki ami kobi monbhula
Tomar duchokhe chilo boishakhi jhor
Dekha holo thik tobe bohudin por
Ekla thakar obhesh tai ashina kache
Ami aaj sobkichu khuje nite chai
Nijer majhe
Amar dipto bedonapat
Amar kannay veja raat
Amar abegi swaccha mon
Amar hridoye bojropaat

تعليقات

المشاركات الشائعة من هذه المدونة

Jani Pabona Lyrics, Imran | Shithee

Jani Pabona Song Is Sung by Imran And Shithee Sarker. Starring: Imran Mahmudul And Nadia Mim. Music Composed by Imran And Peye Haralam Debe Ke Daam Lyrics In Bengali Written by Snahashish Ghosh. Jani Pabona Song Credits: Song: Jani Pabona Singer: Imran & Shithee Sarker Lyrics: Snahashish Ghosh Tune & Music: Imran Mahmudul Director: Saikat Reza Dop: Bikash Saha Edit: Rejaul Raju Label: Central Music and Video [CMV] Jani Pabona Song Lyrics: পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার, আর কি কখনো একফোঁটা স্বপ্ন সাহসটা পাবো দেখার জন্য, জানি পাবোনা, জানি পাবোনা। পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।। চলতে গিয়ে পথে যদি আবার দেখা হয়ে যায় তোমার আমার, মুখ ফিরিয়ে চলে যাবে জানি হয়তো পাশে থাকবে কেউ আর, তোমাকে ছোঁয়ার আর অধিকার জানি পাবোনা, জানি পাবোনা। পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়...

গিলোই বা গুলঞ্চ এর উপকার ও ব্যবহার | Benefits and uses of Giloi or Gulach

গিলই গাছের পাতা এবং এর আয়ুর্বেদিক গুণ গিলই বা গুলঞ্চের উপকারিতা, ব্যবহার ও আয়ুর্বেদিক গুণ গিলই বা গুলঞ্চ একটি আয়ুর্বেদিক মহৌষধ, যা প্রাচীনকাল থেকে রোগ প্রতিরোধ, জ্বর নিরাময়, এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নতিতে ব্যবহৃত হয়। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউন-বুস্টিং গুণ এটিকে বিশেষ করে। এই পোস্টে আমরা গিলইয়ের উপকারিতা এবং ব্যবহার পদ্ধতি বিস্তারিত জানব। গিলইয়ের আয়ুর্বেদিক উপকারিতা রক্তস্বল্পতা দূর করে: গিলই রক্ত উৎপাদনে সহায়তা করে এবং অ্যানিমিয়া দূর করে। প্লীহার স্বাস্থ্য: প্লীহার রোগ নিরাময়ে গিলই অত্যন্ত উপকারী। পেটের সমস্যা: হজম সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এবং পেটের রোগে গিলই কার্যকর। চোখের দৃষ্টিশক্তি: গিলই দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক। জ্বর নিরাময়: ডেঙ্গু, ম্যালেরিয়া, বা বারবার জ্বর নিরাময়ে গিলই রামবাণ। লিভার ও ডায়াবেটিস: লিভারের স্বাস্থ্য এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। গিলইয়ের রস তৈরির প্রক্রিয়া গিলই কীভাবে ব্যবহার করবেন? রক্তাল্পতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিদিন সকালে ও বিকালে ১-...

গ্রীষ্মকাল চামড়ার ট্যান দূর করার সহজ উপায় | Natural way to remove tan

গ্রীষ্মকালে চামড়ার ট্যান দূর করার সহজ উপায় ট্যান দূর করতে প্রাকৃতিক উপায় গ্রীষ্মকাল শুরু হতে চলেছে এবং দেশের অনেক অংশেই গরমের আরম্ভ হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদে থাকার ফলে চামড়ার ওপর সবচেয়ে খারাপ প্রভাব পড়ে। রোদে থাকার কারণে চামড়ার কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং এর ফলে চামড়ায় ট্যান পড়ে। মুখের ওপর এই কালো দাগগুলি আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। এগুলি দূর করতে কস্মেটিক্স ব্যবহার করার চেয়ে প্রাকৃতিক ও গৃহস্থালির উপায় ব্যবহার করাই ভাল। দই এবং টমেটোর ফেস প্যাক দই এবং টমেটো চামড়ার ট্যান দূর করতে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। দুই চামচ দই এবং এক চামচ টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চামড়ায় লাগিয়ে 20-25 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। More Articles on this topic লেবুর রস লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, যা চামড়ার ট্যান দূর করতে খুব কার্যকর। নিম্বুর এসিড চামড়ায় হওয়া টান দূর করে এবং চামড়ায় উজ্জ্বলতা আনে। নিম্বুর রস কাপড়ের সাহায...