শেষ সত্য কবিতা
Last truth Poem
কোথাও প্রস্তুতি তুঙ্গে কোথাও সর্বাঙ্গে তাপ্তি মারা মেঘকোথাও আলোর মেলা কোথাও বন্ধুর বিহ্বল আবেগ
কোথায় এবার রাস্তা কোথায় হাঁটবে ঘিঞ্জি চোরা গলি
কোথায় আবার স্বপ্ন কোথায় হঠাৎ অদৃশ্য, পাগল -ই -
জানেন, কোথায় আছে জুন মাস আর দিব্য পরাজয়,
স্লোলি স্লোলি লিখবো না আর লিখছে এবার ধুলোমাখা ,
গেরস্থলি -
সন্ধ্যার পাগল কিছু নেটিভ আমরা মরচে ধরা , ছিঃ
হে জীবন , শিখার মতন দ্যাখো আঙুল তুলেছি !
মনোজ মাঝি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন