Premer Khela Song Credit:
Song : Premer KhelaVocal, Music & Tune : Habib Wahid
Lyrics : Ali Baker Zico
Direction & Cinematography : Mir Shariful Karim Srabon
Production : HW Productions
Premer Khela Song Lyrics:
মন ভাঙ্গিলে, কাঁদিস না রে মনমন পাখিরে বুঝাবি তুই কি এখন।
কত ছলনা দেখলি রে মন
আর কোনোদিনও দুঃখ নেব না এমন,
যার লাগিয়া করলি জীবন ভর
সেই মানুষটা হয় যদি পর,
প্রেমের খেলা খেলতে কি মনে রয় ..
এক জীবনে এত কাঁদন কি সয়
আরে, এক জীবনে এত কাঁদন কি সয়।
নিজের কাছে নিজেই হারলি,
হো.. চক্ষু থাকিতে অন্ধ রইলি
নিজের কাছে নিজেই হারলি,
সব গাছে কি ফল হয় ?
এ তো নয় কোন পরাজয়,
মনের ভেতর মন না গেলে
প্রেমের কি মূল্য রয়।
সেই মানুষটা হয় যদি পর,
প্রেমের খেলা খেলতে কি মনে রয় ..
এক জীবনে এত কাঁদন কি সয়
আরে, এক জীবনে এত কাঁদন কি সয়।