Elo Borosha Je Sohosha Song Credit:
- Song : Elo Barasha Je Sahasha
- Singer : Satinath Mukhopadhay
- Lyrics : Sudhin Dasgupta
- Composer : Sudhin Dasgupta
- Music Label : Taalpatar shepai
Elo Borosha Je Sohosha Song Lyrics:
এলো বরষা যে সহসা মনে তাইরিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই,
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে,
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে,
সুর তবু লাগে না যে
কোথা বোলো তারে পাই।
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই,
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়,
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়।
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়,
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়।
কারো ছোঁয়া সুর আনে,
যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে,
হৃদয়েরও মাঝখানে
রেখে দিতে তারে চাই।
এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই,
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই ..