|| আয়ুর্বেদিক উপায়ে চুলের সমস্যার সমাধান ||
Solve hair problems in Ayurvedic way
যদি চুলের গুরুত্বের কথা বলা যায়, তাহলে একমাত্র চুল হচ্ছে আমাদের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবারই স্বপ্ন থাকে যে তার চুল কালো, ঘন, সিল্কি, লম্বা হোক। কিন্তু আজকাল আমাদের ব্যস্ত জীবনের মধ্যে আমরা আমাদের খাওয়া-দাওয়ায় খুব বেশি লক্ষ্য করি না, যার জন্য আমাদের চুল খারাপ হয়ে যায়। কিন্তু আপনার অল্প প্রচেষ্টাতে আপনার চুল হতে পারে কালো, ঘন, লম্বা ইত্যাদি।
আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমাদের চুল ঝরতে থাকে। আমাদের এখানে প্রতি ১০০জনের মধ্যে ৪০-৫০ জনের চুল ঝরতে থাকে। আর আপনিও যদি সেই ৪০-৫০ জনের মধ্যে হন, আপনার যদি চুল ঝরতে থাকে, তাহলে জেনে নিন আয়ুর্বেদিক উপায়ে এই সমস্যার সমাধান।
প্রায় আড়াইশো গ্রাম অমরবেল বুটি-কে প্রায় তিন লিটার জলে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ফোটাতে হবে, জল অর্ধেক হয়ে গেলে একটা পাত্রে ঢেলে রাখতে হবে। তারপর সকালে উঠে সেই জল দিয়ে স্নানের সময় মাথা ধুয়ে ফেলতে হবে। যদি আপনি টানা ৬ মাস নিয়মিত দেন তাহলে অন্য কিছু করার আর প্রয়োজন হবে না। আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন নিজের লম্বা, ঘন, কালো চুল দেখে। আর এটার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
তাহলে আমরা জেনে নিলাম আয়ুর্বেদিক উপায়ে কিভাবে চুল ঘন, লম্বা এবং কালো করা সম্ভব।