Mon Goli Lyrics from Ghawre Ferar Gaan :
Mon Goli Song Is Sung by Anirban Sikdar from Ghawre Ferar Gaan Bengali Short Film Song. Starring: Debmalya Gupta, Archika Gupta, Samarpita Chanda, Anirban Sikdar, and Subham Datta. Tor Mon Golitar Hodis Korte Chai Lyrics In Bengali Written by Archita Chakraborty.
- Song: Mon Goli
- Film : Ghawre Ferar Gaan
- Singer : Anirban Sikdar
- Lyrics : Archita Chakraborty
- Composition : Anirban Sikdar
- Director : Subham Datta
- DOP : Susovan Chakraborty
- Script and Dialogues : Nandini Das
- Editor : Subham Datta
- Presented by : Subhasis Datta
- Produced by : SDP Ventures
- Distribution : Amara Muzik Bengali
Mon Goli Song Lyrics:
স্বপ্নে মরা রঙীন পথে
নাম না জানা ঠিকানা,
আলতো করে সাত সুরে
তোর হাতটা ছোঁয়ার বাহানা।
মন রেখেছি তোর আঁচলে
আলগা সুতো নিছক ভুল,
ঝড়ের ভীষণ দমকা হাওয়াও
স্থির রেখেছে গভীর মূল।
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই।।
তোর ছন্দে, তোর কবিতায়
নির্জনে খুব বাঁধবো বাসা,
তোর সুরেতে, তোর আবেগে
সুখে থাকার টুকরো আশা।
বইবে মনে প্রেমের নদী
কান্না হাসির চাদরে,
রাখবি বুকে তুই আমাকে
আলগা হাসির আদরে।
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই।।