Oshohay Lyrics | Noble Man Bangla Rock Song - দিগন্ত কবিপক্ষ - Diganta Kobipakho
Merry Christmas Wishing 2024.. Go Now!

Oshohay Lyrics | Noble Man Bangla Rock Song

Oshohay Song Lyrics In Bengali : তোর খেয়ালে ডুবে থাকে আমার রাত্রিদিন,

Oshohay Lyrics by Noble Man:

Oshohay Bengali Rock Song Is Sung by Noble Man. Starring: Musfiq R. Farhan, Keya Payel, Anik, Jainal Jack, And others. Music Composed by Ahmmed Humayun And Toke Chara Ami Oshohay Lyrics In Bengali Written by Ahmed Risvy. Song Mixed and Mastered by Saurabh Joshi.

  • Song: Oshohay 
  • Singer: Noble Man
  • Lyrics: Ahmed Risvy
  • Tune & composition : Ahmmed Humayun
  • Director: Jakaria Showkhin 
  • DOP: Nazmul Hasan 
  • Editor : Amitav Mazumder
  • Publicity Design: Sajjadul Islam Sayeem
  • Label: Soundtek

Oshohay Song Lyrics In Bengali :

তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন। 

ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে ..

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।। 

কী যে অস্থির লাগে
বুকে ব্যথা জাগে,
মন পুড়ে যায় বিরহের দাগে। 
দেখ এই বুকের আগুন দেখ
কত জ্বলছে শিখা দেখ,
শুধু তোরই কারণে। 

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।। 

আসেনা ঘুম চোখে
রাতের গল্প লেখে,
চোখ ভিজে যায় স্মৃতির অসুখে। 
শোন এই হৃদয়ের কথা শোন
কত কষ্ট লুকানো,
শুধু তোরই বিহনে .. 

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।

তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন। 

ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে ..

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।। 

Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.