|| ওরা কখনো বুঝবে না || বিশ্বজীৎ বণিক ওরা কখনও দেখলো না চোখ মেলে পৃথিবীর সৌন্দর্য, ওদের মন পড়ে থাকে ফোন কলে, নয়তো কোন কাউন্টারে নিকোটিনের ধোঁয়া -- মদের নেশায় ব্যস্ত । প্রতিদিন ফুসফুসে জমা করে ধোঁয়াশা ; জীবনে ধীরে ধীরে নমে আসে নরক যন্ত্রণা। ওরা কখনও জানবে না -- এই মাটির গন্ধে কতটা শান্তি আছে। জানবে না বৃষ্টির শব্দ কতটা মধুর; শেষের বেলায় দিগন্তের সূর্যাস্তে কতখানি মাধুর্য আছে। জানবে না পর্বতমালার খাঁজে খাঁজে কতখানি মৌনতা আছে। জানবে না নীল গগনে কতটা উদারতা আছে ; বিলের জলে রূপালী চাঁদের আলো মৃদু বাতাসে ঝিকিমিকি -- জোনাকির গান, ফুলের গন্ধে কতখানি ভালো লাগা অনুভূতি আছে । ওরা কখনো বুঝবে না , কখনও না॥