সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Tomar Pasher Desh Lyrics Bijoya, Arijit Singh, Kaushik Ganguly

তোমার পাশের দেশ | Tomar Pasher Desh | Bijoya | Arijit Singh | Kaushik Ganguly | Indraadip Das Gupta | Abir | Jaya তোমার   পাশের   দেশ তোমার পাশের দেশ, তোমার পাশের বাড়ি তোমার কথার রেশ, তোমার পাশের গাড়ি। ও সবই তো গল্পের বই হাজার রঙের সুর, চাঁদ থেকে রোদ্দুর মলাটের নাম ধরে ডাকে তুমি তো ফিরে পেলে তাকে আমি পেলাম কই, সবই তো গল্পের বই। পুতুল নাচের মতো সারা গায়ে সুতো যত আমি তো আসলে কেউ নই মাঝির বসান এক ছই কখনো তোমার পাশে মেঘলা আষাঢ় মাসে কখনো একলা সরু গলি ভোরের আজানে চোখ খুলি বাতাসে সে হরিবোল কই ? আমি কি তোমার কেউ হই .. আমি কি তোমার কেউ হই .. আমি কি তোমার কেউ হই .. আমি কি তোমার কেউ হই .. তুমিও তো গল্পের বই, তুমিও তো গল্পের বই, তোমার পাশের দেশ, তোমার পাশের বাড়ি তোমার কথার রেশ, তোমার পাশের গাড়ি। Song: Tomar Pasher Desh Singer – Arijit Singh Music Director -  Indraadip Das Gupta Lyrics – Kaushik Ganguly Music Design and concept- Indraadip Das Gupta and Arijit Singh Guitar design - Arijit Singh Flute- Nirmalya Dey Mixing and...

সবাই চুপ |SHOBAI CHUP | Sahana Bajpaie | Prasen | Paoli Dam | Shiboprasad | KONTTHO | Bengali Film Song 2019

সবাই   চুপ আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে , জীবন কথা বলে , সবাই চুপ... । আমার হাঁটু জলে , স্মৃতিরা ভেসে চলে , জীবন কথা বলে , সবাই চুপ...। আমার কাঁধে রাখা , চিবুক মেঘে ঢাকা , এ মায়া কার আঁকা , কি অপরূপ... । সে খুব ভবঘুরে , সাজায় বহুদুরে , আলেয়া জুড়ে জুড়ে , আলোর স্তূপ...। আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে , জীবন কথা বলে , বাকিরা চুপ... । যামিনী হলো যেই , কারোর দেখা নেই , এতো শীতল এই শ্বেত পাথর । যামিনী হলো যেই , কারোর দেখা নেই , এতো শীতল এই শ্বেত পাথর । বাতিল নীপবনে , কে কার কথা শোনে , তোমায় মনে মনে পাঠাই ভোর। ঘুমের শিরা কেটে , বানানো সিলুয়েটে , নীরবে যায় হেঁটে জোনাকি চোর। যামিনী হলো যেই , কারোর দেখা নেই , এতো শীতল এই শ্বেত পাথর । আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে , জীবন কথা বলে , সবাই চুপ । আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে , জীবন কথা বলে , সবাই চুপ । Vocals: Sahana Bajpaie  Lyrics: Dipangshu Acharya  Composition: Prasen  P...

Abar Jodi Dakha Hoy Kobita | আবার যদি দেখা হয় কোন দিন | কবিতা | সুমন দাস

আবার যদি দেখা হয় কোন দিন Abar Jodi Dakha Hoy Kobita আবার যদি দেখা হয় কোন দিন ফিরে আসা বিকেলে । দেখা হবে দুজনার এক ভিন্ন পরিচয়ে । পাস ফিরে  তুমি চলে যাবে দূরে চেনা গন্ধ, পাগলামি টুকু নিয়ে । হারিয়ে যাওয়ার অনুভূতি, দিয়ে যাবে আবার - চেনা রাস্তায় পরে থাকব শুধু সময় হা হা করবে তোমাকে না পাওয়ায় তীব্র ইচ্ছা গুলো, তবু ফিরে যাবে তুমি।                             ............. সুমন দাস  If you see any day again Back in the afternoon You will meet Dujana In a different identity You can walk away and you can go away The familiar smell, the crazy tuck Feeling lost, Go through again Only time will be after the familiar streets Ha ha ha ha, will not make you The intense desire But you will go back                         .................SUMAN DAS

Shanto Hou Lyrics | Vinci Da | Anupam Roy

Shanto Hou Lyrics (শান্ত হও) | Vinci Da | Anupam Roy | Rudranil | Sohini | Riddhi | Srijit Mukherji |   Shanto Hou Lyrics: এতো ছটফট করছো কেন? আমার দিকে তাকাও। কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও? এসো বসো শুনি তোমার অভিজ্ঞতার কথা বলো, এতদিনে জীবন তোমায় কি শেখালো। ঘাসের সবুজ ছিটকে আসছে, ভেজা মাটির গন্ধ টানছে। প্রাণ ভরে নিশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে.. শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও.. ধারালো রোদে, এসে দাঁড়ালে এখানে শুধু নীরবতা। তোমার পরিচয়, হাওয়ায় ওড়ালে নিজেকে হারিয়ে ফেলোনা। তোমার এপিটাফ লিখেছে যারা তারা পুরোটা জানে না। যখন আকাশে, পেয়েছো সাড়া ধৈর্য্য হারিয়ে ফেলো না, ফেলো না... শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও.. এতো ছটফট করছো কেন? আমার দিকে তাকাও। কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও? ঘাসের সবুজ ছিটকে আসছে, ভেজা মাটির গন্ধ টানছে। প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে.. শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও.. Shanto Hou Lyrics Credits: So...

Bornoporichoy Lyrics | Anindya | Prashmita

Bornoporichoy Lyrics: অ   অজানা   দ্বীপ   কেউ   ডাকছে , আ   আলোর   টিপ   ডাকবাক্সে । এ   এমন   দিন   শুরু   পিকনিক , ঐ   আকাশে   প্লেন   রোদ   ঝিকমিক । ওই   দেখো   সূয্যি   গেলো   পাটে , গান   বাজে   ময়দান  ‍ ‍ ‍ ‍ i¨vgcv‡U© ওই   দেখো   সূয্যি   গেলো   পাটে , গান   বাজে   ময়দান   ‍ i¨vgcv‡U© এই   জীবনের   সহজ   পাঠে , শব্দেরা   আজ   হোক   ভালো   বন্ধু । কথা   উড়ছে ,  কথা   জুড়ছে খুশি   খুচরোর   সঞ্চয় , কার   ঠোঁটে   অস্ফুটে ,  ফোটে   বর্ণপরিচয় । কথা   উড়ছে ,  কথা   জুড়ছে খুশি   খুচরোর   সঞ্চয় , কার   ঠোঁটে   অস্ফুটে ,  ফোটে   বর্ণপরিচয় ।   হলো   অল্প   পরিচয় ,  হলো   গল্প   অভিনয় আরও   বেশি   যদি   হয় ,  হলে   হোক   না । ক ...

Gas Balloon Lyrics (গ্যাস বেলুন), Vinci Da, Anupam Roy

Gas Balloon Lyrics (গ্যাস বেলুন) | Vinci Da | Anupam Roy | Rudranil | Sohini | Srijit Mukherji | Gas Balloon Lyrics: গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে নীল সেলুন মুখ ঘুরিযে নিলে কোথায় যাবো তুমি বলে দাও? এখন স্টেশনে থামে না ঘুম রোজ ভাবছি শুরু করবো কাম্পোজ কি করি ঠিক তুমি বলে দাও? আমার এ পাগলামি কোলে তুলে নাও, কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও। পকেটে লুকোনো ঝুটো তলোয়ার চৈত্র সেলে কিনো  চটি শালোয়ার। যতবার তোমার পাড়ায় গিয়ে অলি-গোলি মাপি (অলি-গোলি মাপি ) অস্বস্তিতে দশবার গিলি ঢোক। ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে, ( বেয়ে নেমে আসে ) নেমে আসে সেই বেটে মোটা কালো লোক।( লোক ) লোডশেডিং এ হাত পা ধুয়ে ঝাল, নুন পেয়ারার বুড়ি ছুঁয়ে ফিরবো কিনা তুমি বলে দাও। ভাত এর ফ্যান উপচে পড়ুক কোক এর ক্যান ঘামতে থাকুক কোনটা আগে তুমি বলে দাও? আমার এ পাগলামি কোলে তুলে নাও, কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও। পকেটে লুকোনো ঝুটো তলোয়ার চৈত্র সেলে কিন চটি শালোয়ার। যতবার তোমার পাড়ায় গিয়ে অলি-গোলি মাপি (অলি-গোলি মাপি ) অস্বস্তিতে দশবার গিলি ঢোক। ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,...

Tomar Moner Bhetor Lyrics, Vinci Da Nobel

Tomar Moner Bhetor Lyrics | Vinci Da ( তোমার  মনের  ভেতর  যাই লিরিক ) | Noble | Rudranil | Sohini | Ritwick | Anupam | Srijit Mukherji | digantakobipakho তোমার  মনের  ভেতর  যাই লিরিক: Tomar Moner Bhetor Lyrics: গায়ক:-  নোবেল  সিনেমা :- ভিঞ্চি দা  লিরিক :- অনুপম  রায়  তোমার  মনের  ভেতর  যাই, মুখের  ভিড়ে  মুখোশ  পাই, ঘাসের  ফাঁকে  লুকিয়ে  থাকে শিকারী  যেন। তোমার  চোখের  ভেতর  যাই, হাত  দেখিয়ে  ট্রেন  থামাই, লুকোনো  আঘাত -- রক্তপত  থামে  না  কেন ! তুমি  দেখছো  তাকে ,  ভাবছো যাকে, সে  আসল  মানুষ  নয়। সে  বেঁচে  আছে  শহরের  এক  কোন, সে  মৃত  মানুষের  চিৎকার  শোনে, সে  বেঁচে  আছে  শহরের  এক  কোন, সে  মৃত  মানুষের চিৎকা  শোনে প্রতিদিন| তোমার  ঘরের  ভেতর  যাই, চামড়া  পড়ার গন্ধ  পাই, চারিদি...