সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Taka Lage Lyrics | টাকা লাগে লিরিক্স | Pranjal Biswas | Kacher Manush

এই লোকসংগীত-প্রভাবিত মৌলিক সংগীত "টাকা লাগে" গানটি আমাদের প্রতিদিনের বাস্তবতার একটি দর্পণ। কটাক্ষের শুরে সংগ্রামের কথা বলতে গিয়ে, এই গানটি সুর করেছেন এবং লিখেছেন নিলয়ন চ্যাটার্জি এবং গেয়েছেন দেশের বর্তমান শিশু আইকন প্রাঞ্জল বিশ্বাস। Taka Lage Lyrics  টাকা লাগে ক্রেডিট: গানঃ টাকা লাগে সঙ্গীত, সুর ও কথাঃ নীলয়ন চ্যাটার্জি গায়কঃ প্রাঞ্জল বিশ্বাস সঙ্গীত আয়োজন ও প্রযোজনাঃ সৌম্যদীপ শুভদীপ সঙ্গীত: অতিরিক্ত বাজনা: অগ্নিত্রয় চক্রবর্তী মুখের বাদ্যকার : শুভদীপ পান গিটার ও দোতারা: চয়ন চক্রবর্তী অতিরিক্ত গিটার: শুভদীপ পান দোতারা: প্রাঞ্জল বিশ্বাস বেসস : দেবর্ষি দাস কীবোর্ড: সৌম্যদীপ বসাক মিশ্র এবং আয়ত্ত করেছেন: শুভদীপ প্যান স্কাইস্ক্র্যাপার স্টুডিওতে ভোকাল রেকর্ড করা হয়েছে গিটার রেকর্ড করা হয়েছে  অলোক চৌধুরীর কলকাতা ভিডিও স্টুডিওতে  Taka Lage Lyrics: Lyrics In Bengali Lyrics In English Taka Lage Lyrics In Bengali গাড়ি গড়াতে যেমন চাকা লাগে গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, চাকা লাগে, কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে কলি যুগে বাঁচতে গেলে...

Tar Hawate Lyrics | Imran | Kona

তর হাওয়াতে গানের কথা লিখেছেন ইমরান মাহমুদুল এবং কনা অপারেশন সুন্দরবন বাংলা মুভির গান। সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। তর হাওয়াতে চোলে জে ডানা গানের কথা লিখেছেন এস কে দীপ। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, রোশান, দর্শনা, রিয়াজ, আরমান পারভেজ মুরাদ, তাসকিন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামানিক, তুয়া চক্রবর্তী, সামিনা প্রমুখ। তারা হাওয়াতে গানের বিস্তারিত তথ্য: গানের নামঃ তার হাওয়াতে  Tar Hawate গায়কঃ ইমরান মাহমুদুল ও কনা  Imran Mahmudul And Kona সঙ্গীতঃ অম্লান চক্রবর্তী  Aamlaann Chakraabarty গানের কথাঃ এস কে ডিপ  S K Dip বিন্যাস এবং প্রোগ্রামিং: বব এসএন  Bob SN কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনাঃ দীপঙ্কর দীপন Dipankar Dipon DOP: সৌম্যদীপ্ত ভিকি গিন এবং রম্যদীপ সাহা  Soumodipto Vicky Guin And Ramyadip Saha শিল্প পরিচালকঃ তাপস সরকার  Tapas Sarkar সম্পাদকঃ মোঃ কালাম  Md. Kalam প্রযোজনা: র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড  RAB Welfare Co-operative Society Limited সহযোগী প্রযোজক: ফরচুন গ্...

Hasi Lyrics - DJ Bapon | হাসি লিরিক্স - ডি জে বাপন

"হাসি" - গানের লিরিক্স লিখেছেন কলকাতার  ডিজে সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার কলকাতার একমাত্র বাংলা DJ ডিজে বাপন। Song Name: HASI  (হাসি ) Song - Hasi  গান - হাসি Lyrics Vocal Composition Mixing Video Editing DJ Bapon কথা সুর কণ্ঠ সম্পাদনা - ডি জে বাপন আপনাদের  মিষ্টি মুখে হাসি ফোটাতে আমি এসেগেছি বন্ধুরা  কলকাতার একমাত্র বাংলা DJ ডিজে বাপন।  কারো মুখে আছে টফি , কারো মুখে চকলেট  কারো মুখে ঠাকুরের নাম।  কারো মুখ খোলা আছে , কারো মুখ বন্ধ  কেউ ঠোঁট কাটা বদনাম।  কারো মুখে উপদেশ , কারো মুখে বিরক্তি  কারো মুখে এক বুক ঘেন্না।  কারো মুখে ফুলঝুরি , কারো মুখে ক্লান্তি  কারো মুখে অদ্ভুত জেল্লা।  কখনো দুঃখ বা কখনো আনন্দ  ঘুরে ফিরে মুখে ভেসে আসবে  যেন কান্নাটা মুছে নিয়ে মুখে হাসি মেখে নিলে  সবাই তোমায় ভালোবাসবে।  হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে  হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে  হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে  হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে  কারো মুখ উত্তরে কারো মুখ দক্ষিণে  কারো পশ্চিমে ক...