বন্ধুত্ব কবিতা তোর মন খারপের রাতে যখন একলা আকাশ দেখিস, খুব কাছেই আমি আছি তোর ইচ্ছে হলে ডাকিস। তোর রঙিন স্বপ্ন সব যদি হারিয়ে ফেলে রং, গোধুলীর আবীর মেখে তোর রাঙিয়ে দিবো মন। দুঃখের কালো মেঘ যদি আসে আঁধার করে, আমি উড়িয়ে দিবো সব, সুখের কালবৈশাখী ঝড়ে। বন্ধু আমরা দুজন বন্ধু ছিলাম,থাকবো,আছি, একটাই তো জীবন আয়,সুখ নিয়ে চল বাঁচি। ...........অংকুর Friendship Poem Your mind is dying night When you see the sky alone, I'm very close to it If you like, call me. All your colorful dreams If you lose color, The dusk of Abir paint Let your heart be mindful. The dark cloud of sadness If it comes, I'll blow it up all, The moonlight in happiness. Friend we two I was a friend, I will be, One is the only life Come, live with happiness. ...