শীতল বিকেল | Sital Bikel বিশ্বজীৎ বণিক শীতল বিকেল কল্পতরু, রৌদ্র ম্লান ডাইরিতে দু-চারলাইন লেখার প্ল্যান । গিটারের তার সঙ্গোপনে পরিচিতি বলাকা; স্মৃতি আদলে কথা স্থগিত রাখা । সাদা চাদর মুড়ি দিগন্তের মাঠ - অন্ধকার জমাট বাঁধে বাঁশ বাগানের ঘাট। ছোট্ট ছোট্ট ঘরে জ্বলে ওঠে বাতি; এক টুকরো চিত্র আঁকা তিমির রাতি । ভারসাম্য হারায় মেঘ বালিকার কষ্ট, আসেনা আর চাঁদ চিঠির লেখা অস্পষ্ট। কলেজ ক্যাম্পাসে সেদিন প্রথম দেখা, অভিনয় কাকে বলে তোমার থেকে শেখা। দিন ফুরিয়ে যায় রাত আসে; কিছু মুহূর্ত আজও চোখে ভাসে । বালির পাহাড় গড়ি এখনও আমি; আমার কাছে সবুজ ভীষণ দামী॥