সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

।। শীতল বিকেল ।। Sital Bikel Kobita

শীতল বিকেল | Sital Bikel বিশ্বজীৎ বণিক শীতল বিকেল কল্পতরু,  রৌদ্র ম্লান ডাইরিতে দু-চারলাইন লেখার প্ল্যান । গিটারের তার সঙ্গোপনে পরিচিতি বলাকা; স্মৃতি আদলে কথা স্থগিত রাখা । সাদা চাদর মুড়ি  দিগন্তের মাঠ - অন্ধকার জমাট বাঁধে বাঁশ বাগানের ঘাট। ছোট্ট ছোট্ট ঘরে জ্বলে ওঠে বাতি; এক টুকরো চিত্র আঁকা তিমির রাতি ।  ভারসাম্য হারায় মেঘ বালিকার কষ্ট, আসেনা আর চাঁদ চিঠির লেখা অস্পষ্ট। কলেজ ক্যাম্পাসে সেদিন প্রথম দেখা, অভিনয় কাকে বলে তোমার থেকে শেখা। দিন  ফুরিয়ে যায় রাত আসে; কিছু মুহূর্ত আজও চোখে ভাসে । বালির পাহাড় গড়ি এখনও আমি; আমার কাছে সবুজ ভীষণ দামী॥

|| প্রজাপতি || || Butterfly ||

Song Lyrics Reviewed by MOHAN SADHUKHAN on May 12 2019 Rating: 5 || প্রজাপতি  || || Butterfly || মোরা ডানা মেলে উড়ে যাই, কোথা যাওয়ার মানা নেই । জানা অজানা পুষ্পের মধু আহরণে, বেড়াই ঘুড়িয়া বিশ্বের যত রনেবনে। পরাগ সংযোগে মোরা সাহায্য করি, দেখতে লাগে বেশ যখন একসাথে উড়ি। নানা রঙের আমরা যত প্রজাতি, কারো অঙ্গে মোরা মিলবে জীবনসাথী॥                                                      বিশ্বজীৎ বণিক